বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনুদান পাচ্ছেন জবির ৩০ শিক্ষক

২০২২-২৩ অর্থবছরে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ে বিশেষ গবেষণা প্রকল্পের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩০ জন শিক্ষক অনুদান পাচ্ছেন। মনোনীত শিক্ষকরা গবেষণার জন্য তাদের প্রকল্প অনুযায়ী দুই থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড.পরিমল বালা সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’র বিভিন্ন খাত থেকে মোট ৬৮২টি গবেষণা প্রকল্পের অনুদানে নির্বাচিত এক হাজার ৩৬৪ জন গবেষকের তালিকা প্রকাশ করেন।
মেডিকেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ছয়টি গ্রুপে গবেষণা অনুদানের জন্য ১৫টি প্রকল্পের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন৷
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে অনুদান পাওয়া শিক্ষকরা হলেন- গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সারোয়ার আলম, অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা, সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষ।
প্রাণিবিদ্যা বিভাগ থেকে অধ্যাপক দোলন রায়, সহযোগী অধ্যাপক ড. মোসা. উম্মে হাবিবা খাতুন, সহযোগী অধ্যাপক ড. শায়ের মাহমুদ ইবনে আলম, সহযোগী অধ্যাপক ড. বিপ্লব কুমার মন্ডল, সহযোগী অধ্যাপক ড. তনিমা মুস্তাফা, সহযোগী অধ্যাপক ড. রুমানা তাছমীন, সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আহমেদ, প্রভাষক শিল্পী সাহা এবং উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম, সহকারী অধ্যাপক মেঘলা সাহা পিংকি মনোনীত হয়েছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার।
এছাড়াও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাজাহান, অধ্যাপক ড. আবদুস সামাদ, অধ্যাপক ড. আবুল কালাম, অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম, সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমেদ, মোঃ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াছ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, সহযোগী অধ্যাপক ড. জয়ন্ত কুমার সাহা।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে মূল্যায়ন করার জন্য নীতিমালা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সমন্বয়ে গঠিত পিয়ার রিভিউ কমিটির মাধ্যমে গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা প্রস্তাবসমূহ যাচাই-বাছাইপূর্বক বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, 'এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৩০ জন শিক্ষক মনোনীত হয়েছেন। সংখ্যায় এটা একেবারেই কম নয়। গতবছর ১৬ জন শিক্ষক অনুদান পেয়েছিলেন। আশা করছি পরবর্তী এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।'
তিনি আরও বলেন, 'এই ফান্ড গবেষকদের গবেষণার কাজকে আরো গতিশীল করবে। গবেষণার জন্য অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি করা উচিত যাতে শিক্ষকমণ্ডলী ও গবেষকরা তাদের গবেষণা কাজ আরো সুবিধা নিয়ে করতে পারে৷'
প্রীতি / প্রীতি

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
