ইনজুরির সঙ্গে এবার নতুন সমস্যা যুক্ত হলো নেইমারের
বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। সে কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। এমনকি শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না। তবে তাকে ছাড়াই দল সুইসদের প্রথমবার বিশ্বকাপে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে।
জানা গেছে, নেইমার শেষ ষোলো থেকে খেলতে পারবেন। কিন্তু সোমবার ইনজুরি আক্রান্ত নেইমার দলের সঙ্গে ৯৭৪ স্টেডিয়ামে আসেননি। যদিও তার আসার কথা ছিল। কেন আসেননি পিএসজি তারকা?
টিম ডাক্তার জানান, ম্যাচ শুরুর আগে নেইমার জানিয়েছেন তিনি অসুস্থবোধ করছেন। সঙ্গে মাথা ব্যাথাও রয়েছে। সে কারণে তিনি মাঠে আসেননি। টিম হোটেলে বসে দলের খেলা উপভোগ করেন। এরপর জানা গেল, রাত থেকে জ্বরে ভুগছেন নেইমার।
যদিও ব্রাজিলের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন তিনি। কাসেমিরোর প্রশংসা করে টুইটও করেন। সেখানে উল্লেখ করেন কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার।
ম্যাচ শেষে ভিনিসিউস জুনিয়রও জানিয়েছেন নেইমারের জ্বরের কথা, ‘নেইমার হোটেলে আছে। তার জ্বর হয়েছে। আমরা সবাই খুব করে চাচ্ছি সে ইনজুরি ও অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠুক।’
জানা গিয়েছিল, নেইমার গ্রুপপর্বের শেষ ম্যাচ ২ ডিসেম্বর দিবাগত রাতে ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন। কিন্তু তিতে সাফ জানিয়ে দিয়েছিলেন শেষ ষোলোর আগে তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিবেন না, ‘আমরা একজন খেলোয়াড়ের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না। অথবা আমরা এমন একজন খেলোয়াড়কে খেলাতে পারি না যিনি ঠিকমতো খেলতে পারবেন না। আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে। আমরা এই দলটাকে তৈরি করতে চার-চারটি বছর সময় নিয়েছি।’
গ্রুপপর্বের শেষ ম্যাচে শুক্রবার দিবাগত রাত ১টায় ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৫ ডিসেম্বর দিবাগত রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে সেলেসাঁওরা।
প্রীতি / প্রীতি
বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি
বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি
ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়
বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়
বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি
ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই
৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো
বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে