কুবি শিক্ষক সমিতির সভাপতির বক্তব্যের নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর প্রতি অনাস্থা জ্ঞাপন করা প্রত্যেক শিক্ষককে জ্ঞানে স্বল্প ও দুর্বল বলে মন্তব্য করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী। সভাপতির এমন মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (২৯ নভেম্বর) এ বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়,' আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ তাঁর এমন অবিবেচনাপ্রসূত ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে চরমভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৃহদাংশ শিক্ষকগোষ্ঠীর বিরুদ্ধে এমন মন্তব্য মানহানিকর, গর্হিত ও শাস্তিযোগ্য। আমরা এই অশিক্ষকসুলভ ও বিবেকবর্জিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে আরো বলা হয়, 'কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গোপন বৈঠকের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করে বর্তমান কার্যনির্বাহী কমিটি, যা সমিতির গঠনতন্ত্রবিরোধী।
ফলে এমন সিদ্ধান্তের বিরোধিতা করে অংশগ্রহণমূলক ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ। এরই পরিপ্রেক্ষিতে এমন নীতিহীন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় কার্যনির্বাহী কমিটির প্রতি অনাস্থা জানিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১০৬ জন শিক্ষক স্বাক্ষর করে সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দীর কাছে একটি আবেদনপত্র প্রদান করেন এবং সেখানে সমস্যা সমাধানে জরুরিভিত্তিতে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান। আমরা প্রত্যাশা করেছিলাম, শিক্ষক সমিতির মতো একটি দায়িত্বশীল পদে থেকে সমিতির সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী অতিদ্রুত কার্যকর পদক্ষেপ তথা সমস্যাকে আলোচনার টেবিলে নিয়ে গিয়ে সমাধান করে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত এবং গঠনতন্ত্র অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তিনি কোনো উদ্যোগই গ্রহণ করেননি। বরং উল্টো স্বাক্ষরকারী ১০৬ জন সম্মানিত শিক্ষকদের 'দুর্বল জ্ঞানের' ও 'জ্ঞানের স্বল্পতা'র অধিকারী প্রভৃতি বিব্রতকর ও অপ্রীতিকর শব্দ ব্যবহার করে পুরো জাতির সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজকে অপমান করেছেন, যা অত্যন্ত হতাশাজনক ও শঙ্কার। এমন মন্তব্য শিক্ষকদের পেশাগত ও মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের ওপর চরম কুঠারাঘাত।
আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তিনি শুধু শিক্ষক সমাজকেই হেয়প্রতিপন্ন করেননি, বরং শিক্ষক সমিতির সভাপতির মতো একটি দায়িত্বশীল পদকেও কলঙ্কিত করেছেন। একই সঙ্গে তাঁর এমন মন্তব্য স্বাক্ষরকারী শিক্ষকদের সঙ্গে চরম অসদাচরণ, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের আদর্শ ও আচরণের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাঁর এমন মন্তব্য প্রমাণ করে, তিনি বিশ্ববিদ্যালয়ের বৃহদাংশ শিক্ষকগোষ্ঠীর স্বার্থবিরোধী এবং শিক্ষকসমাজ বিচ্যুত একজন কথিত নেতাতে পরিণত হয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের বেতনের কর্তনকৃত অর্থ দ্বারা পরিচালিত হয়। তাই, শিক্ষক সমিতির কোনো বিষয়ে মতামত একজন শিক্ষকের পেশাগত, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। একই সঙ্গে কোনো বিষয়ে ভিন্নমত, পর্যবেক্ষণ, নিজস্ব চিন্তাধারা প্রকাশ প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত দর্শন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মূলমন্ত্র। যদি কোনো বিষয়ে একজন শিক্ষকেরও ভিন্নমত থাকে এবং তা যদি যৌক্তিক হয়, তাহলে তা যথাযথ শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে দেখা শিক্ষক সমিতির দায়িত্ব ও কর্তব্য এবং তা বিশ্ববিদ্যালয়ের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষক সমিতির সভাপতি হিসিবে তাঁর দায়িত্ব ছিল, সব মতামতকে আলোচনার টেবিলে নিয়ে গিয়ে সমস্যা সমাধান করা। কিন্তু তিনি তা করেনইনি; উপরন্তু ভদ্রতাবিবর্জিত মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দর্শনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে তাঁর নিজের মধ্যেই শিক্ষাদর্শনের চর্চা নিয়েও ঘোরতর সন্দেহ দেখা দিয়েছে।
আমরা সচেতন শিক্ষকসমাজ অনতিবিলম্বে দুলাল চন্দ্র নন্দীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে আবেদনকারী ১০৬ জন শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় ঘটলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানমর্যাদা বজায় রাখার স্বার্থে আমরা সচেতন শিক্ষকসমাজ পরবর্তী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।
প্রীতি / প্রীতি

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
