ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

৯৪ ফেরাতে চায় সৌদি আরব, বাধা মেক্সিকো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ১১:৫২

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা, মেক্সিকো ও পোল্যান্ডের গ্রুপে থাকা সৌদি আরবকে নিয়ে বড় প্রত্যাশা করা লোকের সংখ্যা নিশ্চিতভাবে ছিল হাতে গোনা। সেই তারাই কি না আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল। পোল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচ হারলেও কাতার বিশ্বকাপের নকআউটে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে আছে অ্যারাবিয়ানরা। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইলে লুসাইল আইকনিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মেক্সিকো, যারা বিশ্বকাপে গত টানা সাতটি আসরে খেলেছে শেষ ষোলোতে।

আগের পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে সৌদি আরব শেষ ষোলোতে উঠেছিল একবার, ১৯৯৪ সালে তাদের অভিষেকের আসরে। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে উদগ্রীব দলটি। যদিও অভিজ্ঞ মেক্সিকানদের বিপক্ষে জেতা খুব সহজ হবে না।

পোল্যান্ড চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে, আর্জেন্টিনা ও সৌদি আরবের চেয়ে এক পয়েন্টে এগিয়ে। ১ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকা মেক্সিকোকে আজ রাতে জিততেই হবে। কিন্তু আর্জেন্টিনা হার এড়ালে জিতেও গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হবে মেক্সিকানরা।

যদি পোল্যান্ড হারে কিংবা আর্জেন্টিনার সঙ্গে ড্র করে তাহলে এই দুটি দলের সঙ্গে গোল ব্যবধান কমিয়ে নকআউটে ওঠার জন্য তিনক গোলে জিততে হবে মেক্সিকোকে। সুযোগ যেহেতু এখনও আছে, তাই আশাবাদী কোচ টাটা মার্টিনো, ‘যতক্ষণ সুযোগ আছে, আমাদের চেষ্টা করতে হবে। সৌদি আরবের ম্যাচ জিততে হবে, গোল করতে হবে, আমাদেরও একই কাজ।’

সৌদি আরবের নকআউট ভাগ্য তাদের হাতেই। মেক্সিকোকে হারালেই পরের পর্বে তারা। তবে ড্র করলে তাদের চাওয়া থাকবে, পোল্যান্ড যেন হারায় আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ৯৪ ফেরানোর মিশনে নামছে হার্ভ রেনার্ডের শিষ্যরা।

অবশ্য পরিসংখ্যান মেক্সিকোর পক্ষে। সৌদি আরবের বিপক্ষে পাঁচবারের দেখায় কখনও হারেনি তারা, চারটি জয় ও একটি ড্র। 

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য