কানাডা নাকি মরক্কো গড়বে ইতিহাস?
বিশ্বের দ্বিতীয় র্যাংকিংধারী বেলজিয়ামকে রোববার ২-০ গোলে হারায় মরক্কো। নিঃসন্দেহে এটি তাদের জন্য অবিস্মরণীয় জয়। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে প্রথম জয় তাদের এতটাই উজ্জীবিত করে তুলেছে যে, ৩৬ বছর পর প্রথমবার নকআউটে খেলার স্বপ্ন দেখছে আফ্রিকার দেশটি। এজন্য জিততে হবে কানাডার বিপক্ষে।
‘এফ’ গ্রুপের শেষ ম্যাচ খেলতে কানাডা ও মরক্কো বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। দুই দলই ইতিহাস গড়ার অপেক্ষায়। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের ইতিহাসের প্রথম জয়ের সন্ধানে কানাডা। তারা তাদের আগের বিশ্বকাপ খেলেছিল, সেবারই প্রথম নকআউটে উঠেছিল মরক্কো। তাদের লক্ষ্য সেরা সাফল্য ছুঁয়ে ইতিহাস গড়ার।
জয় কিংবা ড্র মরক্কোর জন্য শেষ ষোলোতে ওঠার উপায়। যদি কানাডা জেতে, মরক্কো চাইবে বেলজিয়ামের কাছে ক্রোয়েশিয়ার হার। এরপর গোল পার্থক্য হিসাব করে নির্ধারণ করা হবে তারা নাকি গত আসরের রানার্সআপরা পরের ধাপে খেলবে। বেলজিয়ামকে হারানোর পর মরক্কান কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেছেন, ‘আমরা যদি নকআউট পর্বে উঠি, আমি মনে করি আরও বিপজ্জনক হয়ে সামনে এগোবো।’
বেলজিয়ামের বিপক্ষে মরক্কো পায়নি তাদের নিয়মিত গোলকিপার ইয়াসিন বোনোকে। কানাডাকে থামাতে গোলপোস্টের নিচে দাঁড়ানোর মতো ফিট তিনি। কিক অফের মাত্র ৬৮ সেকেন্ডের মধ্যে ক্রোয়েশিয়ানের জালে বল পাঠানো কানাডিয়ানরা মরক্কোর জন্য খুব সহজ প্রতিপক্ষ হবে না।
এরই মধ্যে বিশ্বকাপে কানাডার পক্ষে প্রথম গোলে ইতিহাস গড়েছেন আলফোন্সো ডেভিস। কনকাকাফ অঞ্চলের বাছাই টেবিলে শীর্ষে থাকা দলটি এবার প্রথম জয়ের খোঁজে। অবশ্য মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে কানাডা। সব মিলিয়ে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে দুই দল, দুটি জিতেছে উত্তর আফ্রিকান দেশ, অন্যটি ড্র।
প্রীতি / প্রীতি
বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি
বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি
ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়
বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়
বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি
ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই
৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো
বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে