ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আজকের রাশিফল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ১:১

আজ ২ ডিসেম্বর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটবে। মানসিক আনন্দ বাড়বে। সন্তানের জন্য ভাবনা কমবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

মকর : পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করতে পারবেন। কারো সহায়তায় উপকার হবে। মানসিক চাপ কিছুটা কমবে। দূরের ভ্রমণ বর্জন করুন। সময়ের সঠিক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।    

কুম্ভ : পেশাদারদের আয় বৃদ্ধি পাবে। নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে। সন্তানদের লেখাপড়ায় বাড়তি দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক হবে না।  

মীন : নতুন কাজের যোগাযোগ আসবে। অর্থের ঘর শুভ। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। মানসিক হতাশা ও উদ্বেগ দূরে রাখুন। সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। ভালো থাকুন।         

মেষ : সময় ভালো কাটবে। কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। পুরনো যোগাযোগের মাধ্যমে আশার আলো দেখা যাবে। কর্মস্থলে নিজের কাজ যত্নের সঙ্গে শেষ করার চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন।

বৃষ : কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। ব্যয়চাপ থাকবে। অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজে ব্যাঘাত ঘটবে। গোপন প্রণয় থেকে সাবধান।  

মিথুন : দৈনিক কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। আয়ের পরিধি বাড়বে। প্রত্যাশা পূরণে বাধা দূর হবে। কর্মক্ষেত্র আগের তুলনায় শুভ। প্রিয়জনকে নিয়ে আনন্দে থাকুন। মানসিক স্থিরতা বজায় রাখুন।   

কর্কট : কাজের পরিবেশ অনুকূলে থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতে পারে। ব্যবসায়ীরা অল্প পরিশ্রমেই লাভবান হবেন। আর্থিক সাহায্য পাওয়ার আশ্বাস পাবেন। বিতর্ক এড়িয়ে চলুন।

সিংহ : পারিবারিক জীবন ভালো যাবে। বিদেশে অবস্থানরত কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগে মন প্রফুল্ল থাকবে। থেমে থাকা কাজের অগ্রগতি হবে। অন্য মানুষের সময় না দিয়ে নিজেকে সময় দিন।   

কন্যা : উদ্বেগের মধ্যে কোনো সুযোগ লাভ হবে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। সাহসী পদক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।     

তুলা : কর্ম ও অর্থক্ষেত্রে আগের তুলনায় আশাপ্রদ। তবে সব কাজেই অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। ব্যবসায় বাধা থাকলেও সাফল্য আসবে। বন্ধু ও সহকর্মীদের উৎসাহ দিন। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না।      

বৃশ্চিক : কর্মপ্রার্থীদের আকস্মিক কিছু পরিবর্তন ঘটতে পারে। ধৈর্যশক্তির পরীক্ষা দিতে হবে। জীবনে অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নিজের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকতে হবে। শরীর ভালো রাখুন।

প্রীতি / প্রীতি