ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে নকআউটে চোখ সুইজারল্যান্ড-সার্বিয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ৪:৯

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের আগে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা। তবে দুই দেশের বৈরিতাকে মাঠে টানতে চান না সুইশ কোচ মুরাট ইয়াকিন ও ডিফেন্ডার ম্যানুয়েল অ্যাকাঞ্জি। মাঠের বাইরের উত্তাপকে একপাশে সরিয়ে রেখে নকআউটে ওঠার লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪ এ নামবে সুইজারল্যান্ড ও সার্বিয়া। ব্রাজিলের সঙ্গে শেষ ষোলোতে ওঠার দৌড়ে ২ ম্যাচ শেষে সুইশরা ৩ পয়েন্ট নিয়ে আছে এগিয়ে। ক্যামেরুন ও সার্বিয়া একটি করে পয়েন্ট পেলেও তাদেরও আছে সমান সুযোগ।

সুইজারল্যান্ড জিতলে নিশ্চিতভাবে নকআউটে। তবে ড্র করলেও সুযোগ আছে, সেক্ষেত্রে চাইতে হবে ক্যামেরুন যেন ব্রাজিলের বিপক্ষে অঘটন না ঘটায়। তখন দ্বিতীয় স্থানের দল নির্ধারণে যেতে হবে সমীকরণে।

২০১৮ সালের বিশ্বকাপে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে গ্রুপ পর্বে সার্বিয়াকে ২-১ গোলে হারায় সুইজারল্যান্ড। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অধিনায়ক গ্রানিট জাকা ও মিডফিল্ডার জারদান শাকিরি এবারও দলে আছেন।

কসোভোয় জন্ম নেওয়া আলবেনিয়ান বাবা-মায়ের সন্তান জাকা এবং শাকিরি তাদের গোল উদযাপন করেছিলেন হাতে আঁকা আলবেনিয়ানদের প্রতীক দুই মাথার ঈগল দেখিয়ে। এবারের বিশ্বকাপেও এসেছে কসোভো বিতর্ক। ব্রাজিলের বিপক্ষে সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোর পতাকা টাঙিয়ে রাখার ব্যাপারে তদন্ত করছে ফিফা।

অ্যাকাঞ্জি বললেন, ‘আমি মনে করি না এই ম্যাচ আমাদের প্রভাবিত করবে। আমরা এখানে শুধু ফুটবল খেলতে এসেছি। আমরা শুধু তিন পয়েন্ট চাই এবং মাঠের খেলাতেই মনোযোগ।’

সম্প্রতি বড় টুর্নামেন্টে নকআউটে ওঠার রেকর্ড ভালো সুইজারল্যান্ডের। শেষ দুটি বিশ্বকাপ ও ইউরোতে অন্তত শেষ ষোলোতে খেলেছে। অন্যদিকে ১৯৯৮ সালের পর থেকে তিনটি আসরে খেললেও নকআউটে ওঠেনি সার্বিয়া। তাদের তো এই ম্যাচটি জিততেই হবে এবং চাইতে হবে যেন ব্রাজিল হার এড়ায়। 

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য