ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জয়বাংলা শ্লোগানে মুখরিত চট্টগ্রাম


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ১:৩৩

টানা ৩য় বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেছে জনসাধারণ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে শুরু করে নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে উৎসবমূখর হয়ে ওঠেছে পুরো নগর। পরিবহন সংকটের কথা মাথায় রেখে একদিন আগেই অর্থাৎ ৩ ডিস্বেরেই চলে এসেছেন সমাবেশস্থলের আসেপাশে। আর ভোর থেকেই যোগ দিতে শুরু করেছেন সমাবেশে।

চট্টগ্রামের পটিয়া থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে স্থানীয় সাংসদ সামসুল হক চৌধুরী সমবেত হয়েছেন নগরীর বটতলী পুরাতন রেল স্টেশনে। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন সকালেই। মিছিলে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এমএ রহিম জানান আমাদের অনেক নেতাকর্মীরা গতকালই শহরে চলে এসেছে। 

এর ফলে ভোর হওয়ার আগেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হতে সময় লাগেনি। সেইভাবে অনেকেই গ্রামের নেতাকর্মীরা আগের দিন চলে এসেছে ফলে ১০ টার মধ্যেই পরিপুর্ণ হয়ে গেছে পলোগ্রাউন্ড ময়দান। এদিকে মাঠে রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার

মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ নেতারা। নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন।

সমাবেশে লোক সমাগমের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার সুনিপুন কারিগর। তাঁর দুরদর্শী নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র, মঙ্গা ও দুর্যোগ পীড়িত বাংলাদেশ এখন উন্নয়নের বিষ্ময়। মঙ্গা শব্দটি‌কে তিনি বাংলাদেশের অভিধান থেকে মুছে দিয়েছেন। দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ করে‌ছেন এবং সফলতার সাথে
উন্নত রাষ্ট্রে প‌রিনত করার রোডম্যাপ বাস্তুবায়ন করে চলেছেন।

ফলে তাঁর আগম‌নের অপেক্ষায় ছিল চট্টগ্রামবাসী।তাই সকাল হওয়ার আগেই অনেকে মাঠে চলে এসেছে। আমরা দেশবাসী‌কে দেখা‌তে চাই, বীর চট্টলা শেখ হা‌সিনার সা‌থে আ‌ছে। এব্যপারে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন খুব ভোরেই আমাদের নেতাকর্মীরা চলে এসেছে আমরা মিছিল সহকারে সকালেই মাঠে পৌছেছি। লোকজনের আসা দেখে মনে হয় চট্টগ্রামের ইতিহাসে এটি হবে
সবচেয়ে বড় সমাবেশ।

মাঠে উপস্থিত থাকা শ্রমিক নেতা নজরুল ইসলাম খোকন বলেন চারদিক থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মীরা আসতেছে, মাঠ পরিপুর্ণ, তিল ধারণের ঠাঁই নেই, লোকে লোকারণ্য পুরো এলাকা, আর শ্লোগানে মূখরিত হয়েছে রাজপথ। চট্টগ্রামের ইতিহাসে এতো লোকের সমাগম বোধহয় আর হয়নি। 

প্রীতি / প্রীতি

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি