ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শেখ হাসিনাকে মাঠে নেমে সমর্থন দিতে হবে : পরিকল্পনামন্ত্রী


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৭:৫
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেরকে শেখ হাসিনাকে সমর্থন দিতে হবে। শুধু চুপচাপ থেকে সমর্থন দিলে হবে না। মাঠে নেমে সমর্থন দিতে হবে।
 
মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে 'স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন' অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আমাদের দেশের নারীরা পিতার সম্পদ পায়। কিন্তু সঠিকভাবে ভোগ করতে পারে না। এছাড়াও নারীরা ঐতিহ্যগতভাবে বিকলাঙ্গ। যা কমানোর দায়িত্ব আমাদের। আমাদের সংবিধানে নারী পুরুষের সম অধিকার নিশ্চত করা হয়েছে। 
 
মন্ত্রী আরো বলেন, আমাদের মুক্তিযুদ্ধসহ সকল অধিকার সংগ্রামী নারীরা এগিয়ে এসেছিল। নানান কারণে তারা পিছিয়ে গেছে। নারী ভূমি অধিকার সহ  বিভিন্ন সমস্যা একমাত্র সমাধান করতে পারে শেখ হাসিনা, যা বিভিন্ন সময় প্রমাণিত। শেখ হাসিনা সবসময় নারীদের নানান সুযোগ দেওয়ার জন্য সব সময় উদগ্রীব হয়ে থাকেন।
 
"নারী ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়ায় একসাথে" এই প্রতিবাদে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে 'কমিউনিটি ডায়ালগ অন উইমেন ল্যান্ড রাইট রিপোর্টের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী।
 
এএলআরডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদা সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যারোমা দত্ত ও ইউএস এম্বাসি ঢাকার পলিটিক্যাল অফিসার সোফিয়া মুলেনবার্গ। 
 
অনুষ্ঠানে S4HL ক্যাম্পিং এর উদ্দেশ্য প্রত্যাশা নিয়ে আলোচনা করেন S4HL ক্যাম্পেইনের বাংলাদেশ প্রজেক্ট লিড জেনিফার ব্রাউন ও আইএলসি'র এশিয়া রিজিওনাল কোডিনেটর মিল আমানালিরেভা।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে "নারীর ভূমি অধিকার : আইন নীতিমালা ও সামাজিক দৃষ্টিভঙ্গি" নিয়ে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএফকে'র গবেষক ও সমন্বয়ক গাজী মোহাম্মদ সোহরাওয়ার্দী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আইনুর নাহারের সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ নিন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমন আরা হক মিনু ও কাপেং ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রিসার্চ ইনিসিটিভ বাংলাদেশের পরিচালক সুরাইয়া বেগম, সিডিএ নির্বাহী পরিচালক শাহ্-ই-মুবিন জিননাহ্, বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, কথাকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইভান আহমেদ কথা, প্রমুখ। 
 
অনুষ্ঠানে রূপান্তর পট গানের দল নারীর ভূমি অধিকার বিষয়ে পট গান পরিবেশন করে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

ড. ইউনূসের ভাষণ আজ: জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার সম্ভাবনা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ঘোষিত হবে ৫ আগস্টের মধ্যে: মাহফুজ আলম

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়