সাফল্যের গোড়ায় কলকাতার নৃত্যশিল্পী "লাবণ্য"
নামেই যেনো প্রতিভার ভাষা ফুটে উঠেছে। লুকিয়ে থাকা প্রতিভা ভালোবাসায় আক্রিয়ে ধরেছে দর্শকদেরকে। তুমি পারবে, আমি যেটা পারিনি সেই স্বপ্নের জায়গাটা তুমি পূরণ করবে, মা'র পরিশ্রম ফসল আজ আমি। অবশ্য ছোট বেলা থেকে টেলিভিশনের অনুষ্ঠানের নাচের সাথে চলতো আবুলতাবুল নাচ। হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু মায়ের সাথে নাচের ক্লাসে যাওয়া।
এবং খুব কম বয়সে দূরদর্শন Ezcc তে গ্রেডেড আর্টিস্ট হিসেবে নির্বাচিত হওয়া লুকায়িত প্রতিভার সেই শিশুটি, (আগে বলা হয়েছে) নামেই যার প্রতিভার বাহার এই হলো সেই লাবণ্য ঘোষ। ২৫ মে ১৯৯৯ খ্রিঃ লাবণ্য ঘোষ'র জন্ম কলকাতা শহরে। বাবা কুণাল কান্তি ঘোষ,মা নন্দিনী ঘোষ দুজনেই সংস্কৃতি মনোভাব। মা নন্দিনী ঘোষ ও একসময় নাচ করতেন। বাবার বদলির চাকরি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, তারপরও হেরে যেতে নয়,এগিয়ে যাওয়াটাই প্রতিবদ্ধ দর্শকের কাছে। লাবণ্য ঘোষ ।
এভাবেই দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে দেশে ও দেশের বাইরের প্রচুর মানুষের ভালোবাসায় শিক্ত। লাবণ্য'র তৈরি নাচ অনেকের মনে এতটাই আনন্দ দিয়েছে যে তারা সেটাকে পুনর্নিবান করেছে। এভাবে দর্শক ও স্রোতার মধ্যে লাবণ্য নিজের শিল্পকে ছড়িয়ে দিয়েছে । ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চায় ।
দু বছর বয়স তখন গড়িয়াতে বাড়ির পাশেই একটি নাচের স্কুলে মা নাচ শিখতে নিয়ে যেতো । কিন্তু বাবার বদলির চাকরি হওয়ায় চলে যেতে হয় ভুবনেশ্বর। সেখান থেকেই লাবণ্য'র ওড়িশি নাচ শেখার শুরু গুরুমা শ্রীমতী রাজশ্রী প্রহরাজের কাছে। নৃত্যজীবনের ভিত্তিস্থাপন করেছেন শ্রীমতী।
এমএসএম / এমএসএম
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ
কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
সংগীতশিল্পী ইমন খানের বাজিমাত
সিরিয়ালে অভিনয় করতে আসিনি : শুভশ্রী
দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি
‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
Link Copied