দোহা আজ ব্রাজিল-আর্জেন্টিনাময়
বিশ্বকাপের অন্য দিনগুলো থেকে আজকের দিনটি দোহায় ব্যতিক্রম। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা আজ একই দিন মাঠে নামছে। চার ঘণ্টা ব্যবধানে দুই ম্যাচ। তাই আজ পুরো দোহাই যেন ব্রাজিল-আর্জেন্টিনাময়।
ব্রাজিলের খেলা দোহার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। দুপুরের পর থেকেই শহরের মেট্রো রেলগুলোতে ব্রাজিলিয়ান সাপোর্টারদের ভিড় বাড়তে থাকে। বেলা গড়িয়ে ৪টা বাজতে দেখা গেল আর্জেন্টাইনরাও যোগ দিয়েছেন মেট্রোগুলোতে। তাদের খেলা রাত ১০টায় হলেও ব্রাজিলের এডুকেশন সিটি স্টেডিয়ামের সামনে তারা কিছুক্ষণ ভিড় জমাবেন। ব্রাজিল সমর্থকদেরও প্রত্যাশা ব্রাজিলের জয় দেখে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার সামনে থাকবেন।
মেট্রোগুলোতে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা দুপুরের পর থেকেই গান গেয়ে মাতিয়ে তুলেছেন। মাঝে মধ্যে খুনসুটিও করছেন অনেকে। কেউ পর্তুগিজ, স্প্যানিশ ভাষায় বলছেন, ‘সেমিফাইনালের অপেক্ষায় আবার কেউ টিপ্পনী কেটে বলছেন আজই হয়তো শেষ’।
অনেক সৌভাগ্যবান সমর্থকের অবশ্য দুই ম্যাচেরই টিকিট রয়েছে। এডুকেশন ও লুসাইল স্টেডিয়ামের দূরত্ব বেশি না হওয়ায় একই দিন আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ উপভোগ করবেন সৌভাগ্যবানরা। দর্শকদের সশরীরে দুই ম্যাচ দেখার সুযোগ থাকলেও সাংবাদিকদের সেই ভাগ্য নেই। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা একই দিন হওয়ায় এক বিশ্ব চ্যাম্পিয়নকে বেছে নিতে হয়েছে সাংবাদিকদের। আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচের দিকেই একটু বেশি ঝোক বিশ্ব মিডিয়ার। হল্যান্ড জিতলে তো মেসির বিশ্বকাপে শেষ ম্যাচ।
বিশ্বকাপের টিকিট এমনিতেই সোনার হরিণ। এরপর আর্জেন্টিনা-ব্রাজিলের কোয়ার্টার ম্যাচে টিকিটের চাহিদা অনেক। ম্যাচ টিকিট না থাকলেও হায়া কার্ডে কাতার আসছেন অনেকে। তারা মৃদু আশা নিয়ে স্টেডিয়াম ও বিভিন্ন জায়গায় ঘুরছেন যদি একটি টিকিট পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি
বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি
ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়
বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়
বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি
ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই
৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো
বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে