ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ছাত্রদল নেতাকে পদায়নের পর বহিষ্কার করলো জবি ছাত্রলীগ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ১২:১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য আব্দুল কাদের সাফায়েতকে সদ্য ঘোষিত বিভাগীয় কমিটিতে পদায়ন করার পর বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সাফায়েত সদ্য ঘোষিত ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কথা বলা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর ঘোষিত ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের আংশিক কমিটিতে সাফায়েতকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
 
তবে জানা যায়, আব্দুল কাদের সাফায়েত গত ২৮ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য ছিলেন। সাফায়েত বর্তমান জগন্নাথ কলেজ ছাত্রদল এর সভাপতি আসাদুজ্জামান আসলাম এর কোটায় ছাত্রদলের সদস্য পদ পায়।
 
নাম প্রকাশের অনিচ্ছুক ছাত্রদলের পদ বঞ্চিত কর্মী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারা তাদের হোন্ডার ড্রাইভার, অছাত্র, বহিরাগত লোকদের দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে পদায়ন করে অথচ রেগুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ৩ মামলার আসামি তাদেরকে মূল্যায়ন করে জুনিয়র ছেলেদের পিছনে, এরা টাকা নিয়ে বিবাহিত, চাকরিজীবী, ব্যাংকারদের পদায়ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এরা পরিকল্পিতভাবে এদের পকেটের উন্নতি করে একটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে ধ্বংসের লীলাখেলায় পরিনত করতেছে।
 
ছাত্রদলের সদস্য হওয়ার পরও কিভাবে ছাত্রলীগের বিভাগীয় কমিটিতে জায়গা পেলো না নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকেই ছাত্রলীগের কমিটি ঘোষণার ক্ষেত্রে যাচাই-বাছাই নিয়ে প্রশ্নও তুলছেন।
 
এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, 'আদর্শ পরিপন্থী কার্যক্রমে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে। '
 
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, 'আব্দুল কাদের সাফায়েত আমাদের কমিটির সদস্য। ছাত্রলীগের কমিটিতেও ওর নাম এসেছে। ছাত্রলীগ ওকে বহিষ্কার করেছে কি না জানিনা। আমাকে ফোন দিয়েছিলো সে। আমি বকাবকি করেছি তাকে। সে আমাকে বলেছে সে ছাত্রদলের আদর্শ পছন্দ করে, সে ছাত্রদলই করবে, তাকে জোর করে পোস্টেড করেছে ছাত্রলীগ।’
 
এদিকে তার অজান্তেই এক বড় ভাই নাম ছাত্রদলে দিয়ে দিয়েছে বলে দাবি করেছেন আব্দুল কাদের সাফায়েত। তিনি বলেন, ‘এক বড় ভাই আমার নাম ছাত্রদলে দিয়ে দিয়েছে। আর আমার বন্ধুদের সাথে রাজনীতি করি বলে ছাত্রলীগে আমার নাম এসেছে। আমি ছাত্রলীগের রাজনীতিই করতে চাই।’
 
সাফায়েত কার রাজনীতি করতো বা কিভাবে পদ পেলো এমন প্রশ্নে ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাদি হাসান সিজান বলেন, ‘আমি আসলে জানি না সে কিভাবে পদ পেয়েছে।’

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি