ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ছাত্রদল নেতাকে পদায়নের পর বহিষ্কার করলো জবি ছাত্রলীগ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ১২:১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য আব্দুল কাদের সাফায়েতকে সদ্য ঘোষিত বিভাগীয় কমিটিতে পদায়ন করার পর বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সাফায়েত সদ্য ঘোষিত ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কথা বলা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর ঘোষিত ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের আংশিক কমিটিতে সাফায়েতকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
 
তবে জানা যায়, আব্দুল কাদের সাফায়েত গত ২৮ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য ছিলেন। সাফায়েত বর্তমান জগন্নাথ কলেজ ছাত্রদল এর সভাপতি আসাদুজ্জামান আসলাম এর কোটায় ছাত্রদলের সদস্য পদ পায়।
 
নাম প্রকাশের অনিচ্ছুক ছাত্রদলের পদ বঞ্চিত কর্মী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারা তাদের হোন্ডার ড্রাইভার, অছাত্র, বহিরাগত লোকদের দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে পদায়ন করে অথচ রেগুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ৩ মামলার আসামি তাদেরকে মূল্যায়ন করে জুনিয়র ছেলেদের পিছনে, এরা টাকা নিয়ে বিবাহিত, চাকরিজীবী, ব্যাংকারদের পদায়ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এরা পরিকল্পিতভাবে এদের পকেটের উন্নতি করে একটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে ধ্বংসের লীলাখেলায় পরিনত করতেছে।
 
ছাত্রদলের সদস্য হওয়ার পরও কিভাবে ছাত্রলীগের বিভাগীয় কমিটিতে জায়গা পেলো না নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকেই ছাত্রলীগের কমিটি ঘোষণার ক্ষেত্রে যাচাই-বাছাই নিয়ে প্রশ্নও তুলছেন।
 
এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, 'আদর্শ পরিপন্থী কার্যক্রমে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে। '
 
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, 'আব্দুল কাদের সাফায়েত আমাদের কমিটির সদস্য। ছাত্রলীগের কমিটিতেও ওর নাম এসেছে। ছাত্রলীগ ওকে বহিষ্কার করেছে কি না জানিনা। আমাকে ফোন দিয়েছিলো সে। আমি বকাবকি করেছি তাকে। সে আমাকে বলেছে সে ছাত্রদলের আদর্শ পছন্দ করে, সে ছাত্রদলই করবে, তাকে জোর করে পোস্টেড করেছে ছাত্রলীগ।’
 
এদিকে তার অজান্তেই এক বড় ভাই নাম ছাত্রদলে দিয়ে দিয়েছে বলে দাবি করেছেন আব্দুল কাদের সাফায়েত। তিনি বলেন, ‘এক বড় ভাই আমার নাম ছাত্রদলে দিয়ে দিয়েছে। আর আমার বন্ধুদের সাথে রাজনীতি করি বলে ছাত্রলীগে আমার নাম এসেছে। আমি ছাত্রলীগের রাজনীতিই করতে চাই।’
 
সাফায়েত কার রাজনীতি করতো বা কিভাবে পদ পেলো এমন প্রশ্নে ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাদি হাসান সিজান বলেন, ‘আমি আসলে জানি না সে কিভাবে পদ পেয়েছে।’

এমএসএম / এমএসএম

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ