কুবিতে আইকিইউএসি'র সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে 'আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম: গ্রাজুয়েট এট্রিবিউটস' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পিএসএসি'র প্রধান ও বিশ্ববিদ্যালয়ের 'ওবিই'র উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ রাশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. গোলাম মুর্তজা তালুকদার।
সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ' শিক্ষার্থীদের চাকুরী নিশ্চিত করতে হলে তাদের বাস্তবিক জ্ঞানার্জন হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এর জন্য অবশ্যই কোর্স ডিজাইনগুলো বিশেষ বিবেচনায় রাখা প্রয়োজন।শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মনস্তাত্ত্বিক দক্ষতা বৃদ্ধিতে আমাদের অনেক বেশি জোর দিতে হবে। দীর্ঘমেয়াদে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ারের কোন অবস্থানে দেখতে চাই সেটা ঠিক করার পর আমাদের এসব নিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।'
তিনি আরও বলেন, 'আমি চাই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের সৃজনশীলতা দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাক, যেন অন্যদের অনুকরণ না করতে হয়। বরং তারা আমাদের অনুকরণ করতে পারে।'
প্রীতি / প্রীতি

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
