ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২২ বিকাল ৬:০

শুক্রবার রাতে নেদারল্যান্ডসকে পরাস্ত করে চলতি ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছেন লিওনেল মেসি ও এমি মার্টিনেজ।

মেসি বলেন, রেফারি সম্পর্কে আমি কিছু বলবো না। আমার মনে হয় ফিফার ভেবে দেখা প্রয়োজন, এমন ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা। এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্য নয়।

অন্যদিকে মার্টিনেজের অভিযোগ, নেদারল্যান্ডসের জন্য মাতেউ (রেফারি) নিজের সবটা দিয়ে দিয়েছিল। কোনও কারণ ছাড়াই ১০ মিনিট সংযুক্তি সময় দেওয়া হলো। বক্সের বাইরে দু-তিন বার ফ্রিকিক দিলো। ও চাইছিল নেদারল্যান্ডস যাতে গোল করে। ওরা তো ১২ জনে খেলছিল। আশা করছি মাতেউকে আর দেখতে হবে না। জঘন্য রেফারি।

তাদের এমন বক্তব্যে নড়েচড়ে বসেছে ফিফা। রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগ করার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তদন্ত হবে ডাচদের বিরুদ্ধেও।

শনিবার ফিফার শৃঙ্খলাজনিত কমিটির নিয়মিত বৈঠকে এটি নিয়ে আলোচনা হয়। যেখানে ফিফার গভর্নিং বডির সদস্যরা আর্জেন্টিনার ফুটবলারদের মন্তব্যের বিরুদ্ধে তদন্ত শুরু করছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত ম্যাচে রেফারি মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। দুই দলের মোট আটজন করে হলুদ কার্ড দেখার পাশাপাশি, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকেও হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য