ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ক্রোয়াটদের কোথায় ‘আঘাত’ করতে হবে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১:৫৯

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় আজ রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলতে নামছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা এই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। এর আগে গ্রুপপর্বে দুটি এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ লুসাইলে খেলেছেন মেসিরা।

তবে আজকের ম্যাচকে ঘিরে ক্রোয়াটদের নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা আছে, বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোয় জাপান ও শেষ আটে ব্রাজিল, দুটি ম্যাচেই আগে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্রোয়াটরা। দুটিতেই টাইব্রেকারে জিতে টানা দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে জায়গা করে নেয় গত আসরের রানার্সআপরা।

জ্লাতকো দালিচের দলকে যথেষ্ট সমীহ করছেন স্কালোনি। খেলাটা ফুটবল বলে আর্জেন্টিনা কোচের ভালো করেই জানা আছে, হতে পারে যেকোনো কিছু। স্কালোনি বলেন, “ওরা (ক্রোয়েশিয়া) অনেক দলকে সমস্যায় ফেলেছে। আমি ওদের মূল খেলোয়াড় বা ওদের শক্তি ও দুর্বলতার কথা উল্লেখ করব না। তবে আমরা বিশ্লেষণ করেছি, ওদের কোথায় আঘাত করতে পারি। কখনও কখনও এটি কাজে দেয়, কখনও দেয় না।”

“আমরা মাঠে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কখনও ভাগ্য পক্ষে থাকতে পারে। যদি আমাদের পারফরম্যান্স ভালো হয়, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথ আরও সহজ হবে। তবে এটি ফুটবল, এটি খেলা, তাই কখনও কখনও সেরা দল জিততে পারে না।”

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য