ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সত্যিকারের মেসিকে দেখলাম : ক্রোয়েশিয়া কোচ দালিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১১:৪৯

ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলপোস্টের পাশ থেকে জুলিয়ান আলভারেজকে যে নিখুঁত পাসে লিওনেল মেসি গোল করালেন, তা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী অধিনায়ক। সত্যিকারের মেসিকে এই ম্যাচে দেখতে পেয়েছেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

এখন জীবনের একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি থেকে আর একটি জয় দূরে মেসি। কাতারে ছয় ম্যাচে করেছেন ৫ গোল। ভেঙেছেন আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড। দুর্দান্ত এই মেসির বিপক্ষে কিছুই করার ছিল না বললেন দালিচ। তার মতে, এই ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স করেছেন মেসি।

একটি গোল ও একটি অ্যাসিস্টে আবারও ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ দলের কোচও, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে বিপজ্জনক ছিল এবং তার সেই সামর্থ্য আছে। তার টেকনিক আছে এবং উচ্চ পর্যায়ের খেলা খেলেছে। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখার আশা করি। আজ তাদের মাঝমাঠে চার জন মিডফিল্ডার ছিল এবং আমরা আগ্রাসী খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু মেসি যখনই দৌড়ায় পার্থক্য তৈরি করে, তৃতীয় গোলে সে যেটা করলো।’

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা। দালিচ বললেন, ‘আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিততে চেষ্টা করতে হবে। ৩০ মিনিট আমাদের ভালো নিয়ন্ত্রণ ছিল এবং প্রথম গোলটা সত্যি কথা বলতে সন্দেহজনক। আমার খেলোয়াড়দের মতে ওটা ছিল কর্নার। দুটো গোলই হয়েছে একটু সহজে। দুই গোল হওয়ার পর ওই সময় ম্যাচ নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ওখান থেকে ফেরা খুব কঠিন।’

মাথা উঁচু করে বিদায় নিতে চান দালিচ, ‘আমরা যা অর্জন করেছি তার জন্য মাথা উঁচু রাখতে পারি এবং আমাদের এখন লড়তে হবে তৃতীয় হওয়ার জন্য। আজকের দিনটা খেলোয়াড়রা দুঃখ পেয়েছে। এটা সত্যিই তাদের জন্য কষ্টের, তারা মনে করে তারা আরও বেশি কিছু করতে পারতো।’ 

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য