মদরিচকে ২০২৪ ইউরোর স্কোয়াডে চান দালিচ
মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ ট্রফির আশা শেষ ক্রোয়েশিয়ার। শনিবার তারা ফ্রান্স কিংবা মরক্কোর বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা। ক্রোট কোচ জ্লাতকো দালিচের বিশ্বাস, কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে লুকা মদরিচের এটাই শেষ ম্যাচ হবে না।
জার্মানিতে ২০২৪ সালে হতে যাওয়া ইউরোর ক্রোয়েশিয়া স্কোয়াডে ৩৭ বছর বয়সী মিডফিল্ডারকে চান দালিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘সম্ভবত এটি বিশ্বকাপের প্রজন্মের শেষ। কয়েকজনের বয়স হয়ে গেছে। ২০২৬ এ কী হয় দেখতে হবে। আমাদের সেরা একটি দল ছিল এবং এই প্রজন্ম ইউরো ২০২৪ এ তাদের ক্যারিয়ার শেষ করবে। আমাদের নেশনস লিগে খেলা আছে এবং একটি চমৎকার প্রজন্ম দুটি সেমিফাইনালে পৌঁছেছে।’
ইউরোর আগে ক্রোয়েশিয়া ২০২৩ সালের জুনে নেশনস লিগের ফাইনালসে খেলবে। তাই দালিচ থেকে যেতে চান জাতীয় দলের সঙ্গে, ‘আমি চালিয়ে যাবো। আমার চুক্তি ২০২৪ ইউরে চ্যাম্পিয়নশিপস পর্যন্ত এবং ছয় মাসের মধ্যে আমাদের নেশনস লিগ ফাইনালস আছে। আমার পরিকল্পনা ক্রোয়েশিয়াকে ২০২৪ ইউরোতে তোলা।’
মদরিচের নেতৃত্বে গত বিশ্বকাপে ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু হেরে যায় ফ্রান্সের কাছে। ২০২০ ইউরোতে শেষ ষোলোতে হতাশার বিদায় হয় তাদের। এবারের বিশ্বকাপে দুটি নকআউট ম্যাচে টাইব্রেকারে অবিশ্বাস্য জয়ে আরেকটি ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল তারা, কিন্তু আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে তা ধূলিস্মাৎ হয়েছে।
প্রীতি / প্রীতি
বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি
বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি
ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়
বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়
বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি
ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই
৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো
বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে