ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মেসিদের থামাতে তিন পরামর্শ আর্জেন্টিনাকে হারানো সৌদি কোচের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২২ দুপুর ১১:১৪

লিওনেল মেসির বিরুদ্ধে ম্যান মার্কিংয়ের পক্ষে ছিল না ক্রোয়েশিয়া। ফল হলো, আর্জেন্টিনা অধিনায়ক একটি গোল করলেন, আরেকটিতে সহায়তা করলেন। মেসিতে চড়ে উড়ছে আর্জেন্টিনা, কখন কোন একাদশ নামছে, কোন পজিশন নিয়ে খেলবে তা শুধু কোচই জানেন। আলবিসেলেস্তেদের নিয়ে কৌশল সাজাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষরা। ফাইনালে তাদের থামাতে ফ্রান্সকে তিনটি পরামর্শ দিলেন হার্ভ রেনার্ড, আর্জেন্টিনাকে চমকে দিয়ে বিশ্বকাপ শুরু করা সৌদি আরবের কোচ তিনি।

‘মেসির সঙ্গে ছবি তুলতে চাও?’- এক গোলে আর্জেন্টিনার কাছে পিছিয়ে থাকার পর ড্রেসিংরুমে ফুটবলারদের তাতিয়ে দেন রেনার্ড। তার ঝাঁজালো কথায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জেতে আরবীয়রা। এরপর আর্জেন্টিনা কেবল জিতেই গেছে, ফাইনালে তারা। এবার তারা মুখোমুখি রেনার্ডের স্বদেশ ফ্রান্স। ফরাসি এই কোচ নিজের অভিজ্ঞতা থেকে তিনটি পরামর্শ দিলেন কিলিয়ান এমবাপ্পে-অলিভিয়ের জিরুদদের।

ফরাসি গণমাধ্যম লেকিপকে রেনার্ড জানিয়েছে, কীভাবে মেসি ও তার বাহিনীকে থামানো যায়।

‘ইঞ্জিন’ বন্ধ করো

রেনার্ডের মতে, ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল আর্জেন্টিনার ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাঠে যেন মেসিকে পাহারা দিয়ে রাখছেন তিনি, সবসময় লেগে থাকছেন অধিনায়কের সঙ্গে।

‘আমাদের শুধু মেসিকে নিয়ে মনোযোগ দেওয়া চলবে না, পুরো দলকে নজরে রাখতে হবে। ডি পলের ওপর চাপ তৈরি করুন, আমার কাছে মনে হয় মেসিকে সেরা অবস্থানে রাখতে সে অন্যতম সহায়তাকারী খেলোয়াড়। সে গুরুত্বপূর্ণ কারণ সে রাইটব্যাকের ক্ষতিপূরণ করে। যখন তারা বল হারায়, ডি পল সেখানে গিয়ে রক্ষণের কাজ করে।’

মেসির সঙ্গে কোনও ‘ছবি’ নয়

মেসিকে খুব কাছ থেকে মার্ক করা অপরিহার্য। বল পায়ে নিয়ে যেন নিশ্বাসও নেওয়ার সময় না পান তিনি। সবসময় সাতবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে লেগে থাকতে হবে এক বা দুইজনকে।

‘তার কাছে থাকাকে প্রাধান্য দিতে হবে। আমি আমার লেফট ব্যাককে লাগিয়ে রেখেছিলাম, আমার লেফট ব্যাককে এবং অন্তত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তাকেই উদ্দেশ্য করে আমি লকার রুমে চিৎকার করেছিলাম। সে মেসির থেকে অনেক দূরে ছিল এবং তার পায়ে যখন বল নেবে আপনাকে তার খুব কাছে থাকতে হবে।  ঠিক তখনই আপনি তাকে দুর্বল করতে পারবে, গোল থেকে ৩৫ কি ৪০ মিটার দূরে। সে তখন স্বাধীনতা পাবে না।’

রেনার্ডের মতে মেসিকে আটকানোর কাজ দেওয়া যেতে পারে আদ্রিয়েন র‌্যাবিওট ও অরেলিয়েন শুমেনিকে।

স্কালোনির ‘গোপন কৌশল’ অনুমান করা

কাতারে আর্জেন্টিনার ট্রেনিং সেশন খুব কমই প্রকাশ পেছে। কোচ লিওনেল স্কালোনি এই টুর্নামেন্টে তার লাইন আপ প্রত্যেকবার পাল্টে ফেলেছেন, এমনকি ম্যাচের মাঝে পজিশনও।

‘আমি স্কালোনির ছোট ছোট গোপনীয়তাগুলো পছন্দ করি না, কিন্তু এটাও একটা কাজ। তার যখন পেছনে চারজনকে খেলাচ্ছে, তখন তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকছে, যারা বল পায়ে নিয়ে মেসিকে দেওয়ার জন্যই খেলছে। পারেদেস এরই মধ্যে শুরুর লাইন আপে ছিল, এনজো ফার্নান্দেজ এসেছিল মার্ক অ্যালিস্টারকে নিয়ে

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য