ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কেমন হবে মেসিদের ফাইনাল ম্যাচের জার্সি?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১০:৪২

শেষ মুহূর্তে চলে এসেছে কাতার বিশ্বকাপ। ২৮ দিনব্যাপী বিশ্ব আসরের পর্দা নামবে আজ, শিরপা নির্ধারণী ম্যাচের মধ্যদিয়ে। শিরোপা জিতে শেষ বিশ্বকাপটাকে নিজের করে নেওয়ার শেষ সুযোগ লিওনেল মেসির সামনে। অন্যদিকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও সুযোগ থাকছে দেশকে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ দেওয়ার। 

ফাইনালের লড়াইয়ে রোববার লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বিশ্ব আসরের মহাগুরুত্বপূর্ণ ফাইনালের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা ও ফ্রান্স কোন জার্সি পরে নামবে তা আগেই জানিয়ে দিয়েছে দল দুটি। বিশ্বকাপের প্রায় ম্যাচের মতো ফাইনালেও আকাশি-সাদা জার্সিতেই দেখা যাবে মেসিদের। 

মেসিদের জার্সি আগের মতো থাকলেও পরিবর্তন হচ্ছে ফ্রান্সের জার্সি। নিজেদের দ্বিতীয় জার্সি পরে নামবে এমবাপের দল। অর্থাৎ, নীল জার্সি সাদা প্যান্টের বদলে দুটোই নীল রঙের পরবে দিদিয়ের দেশমের শিষ্যরা। 

এ বারের বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনার হোম ম্যাচ। কারণ, তারা আগে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তাই প্রথম জার্সি পছন্দ করার সুযোগ তাদের। মেসিরা ঠিক করেছেন আকাশি-সাদা জার্সি পরেই খেলবেন। প্যান্ট সাদা রঙের। এ বারের বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলেছিলেন মেসিরা। বাকি প্রতিটি ম্যাচে একই জার্সি পরেছেন মেসিরা।

অন্য দিকে এবারের বিশ্বকাপের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে নীল জার্সি, সাদা প্যান্ট পরে খেলেছে  ফ্রান্স। একমাত্র তিউনিশিয়ার বিরুদ্ধে পুরো নীল জার্সি পরেছিলেন তারা। সেই ম্যাচ ০-১ ব্যবধানে হেরেছিলও তারা। আর্জেন্টিনা সাদা প্যান্ট পরে খেলায় ফ্রান্স নীল প্যান্ট পরে খেলতে নামবে ফাইনালে।

এই জার্সি পরেই গত বারের বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। ৪-২ গোলে বিশ্বকাপ জিতেছিল তারা। অন্য দিকে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে নীল জার্সি পরে খেলতে নেমেছিলেন মেসিরা। সে বার হারতে হয়েছিল তাদের। এ বার জার্সি বদল করায় মেসিদের ভাগ্যবদল হয় কি না সেটা দেখার।

এমএসএম / এমএসএম

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য