ম্যারাডোনার আইকনিক ছবির নতুন সংস্করণ
বিশ্বকাপে সাফল্যগাথায় আর্জেন্টিনার একটি ছবি আইকনিক হয়ে আছে। ঐতিহাসিক সেই ছবির নতুন সংস্করণ তৈরি হলো লুসাইল আইকনিক স্টেডিয়ামে। রোববার কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। ড্যানিয়েল পাসারেলা ও ডিয়েগো ম্যারাডোনার পদাঙ্ক অনুসরণ করে ট্রফি হাতে নিলেন লিওনেল মেসি। সাদা ও আকাশী নীল জার্সিতে কাউকে বিশ্বকাপ ট্রফি শেষবার ধরতে দেখা গিয়েছিল ৩৬ বছর আগে।
১৯৮৬ সালে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ওইবার আক্ষরিক অর্থেই ছিল ম্যারাডোনার বিশ্বকাপ। শুরু থেকে শেষ পর্যন্ত দুরন্ত ফর্মে থেকে নেতৃত্ব দেন এবং পেয়ে যান ফুটবলের সবচেয়ে মর্যাদাবান ট্রফি।
ট্রফি হাতে ম্যারাডোনার উদযাপনের একটি ছবি অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায়। প্রায় চার যুগ পর সেই ছবি নতুন করে তৈরি হলো। এবার প্রধান চরিত্রে মেসি। দীর্ঘ প্রতীক্ষার পর তার হাতের ট্রফি দ্যুতি ছড়ালো।
৩৬ বছর আগের সেই ছবিতে দেখা যায়, কোনও একজনের ঘাড়ে চড়ে ট্রফি দুই হাত দিয়ে উঁচিয়ে ধরেছেন ম্যারাডোনা। ২০২২ সালে এসে সেই ছবিই যেন নতুন করে সামনে এলো। ম্যারাডোনার মতোই মেসি উঁচিয়ে ধরেছেন ট্রফি, তাকে ঘাড়ে নিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো। আবারও ফিরে এলো ম্যারাডোনার স্মৃতি।
গত বছর অবসর নিয়েছেন আগুয়েরো। কিন্তু এবারের বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গেই ছিলেন তিনি। মেসির সঙ্গে একই রুমে থেকেছেন। ২০১৪ ফাইনালসহ তিনটি বিশ্বকাপ খেলা সাবেক এই স্ট্রাইকার বুট তুলে রাখলেও রোববার আর্জেন্টিনার কিট পরে ট্রফি নিয়ে উদযাপন করেছেন।
প্রীতি / প্রীতি
বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি
বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি
ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়
বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়
বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি
ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই
৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো
বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে