ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

পোকামাকড় ব্যবস্থাপনায় সফল আদিল এইচ চৌধুরী


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ১৯-১২-২০২২ রাত ৯:৮

এই সময়ে চাকুরি ছেড়ে ব্যবসা শুরু করছেন পেশাজীবিদের অনেকেই। দক্ষতা ও অভিজ্ঞতার কারণে পাচ্ছেন সফলতাও। বর্তমান সময়ে নতুন এবং সফল উদ্যোক্তাদের একজন আদিল এইচ চৌধুরী, অর্কিন বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একর্প লিমিটেড এর পরিচালক। তিনি কাজ করছেন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট নিয়ে। পেস্ট ম্যানেজমেন্ট বা পোকামাকড় ব্যবস্থাপনার ব্যবসায় অগ্রপথিক বলা যায় তাকে। পৃথিবীর বিখ্যাত অর্কিন সিস্টেম ইনক, ইউএসএ এর সাথে যুক্ত হয়ে বাংলাদেশে তিনিই প্রথম শুরু করেছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পোকামাকড় ব্যবস্থাপনার কাজ।

তিনি চাকুরি জীবন শুরু করেছিলেন ২০০১ সালে। এরপর দেশের প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান, টেক্সটাইল ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করে দক্ষতা অর্জন করেছেন। চাকুরি জীবনের শুরু থেকেই নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনার স্বপ্ন দেখতেন। হোক সে প্রতিষ্ঠান ছোট বা বড়। অল্পদিনের ব্যবধানে তিনি সত্যি সত্যি একটি প্রতিষ্ঠানের কর্ণধার। দেশের অনেকগুলো বৃহৎ প্রতিষ্ঠানে সেবা দিচ্ছে তার গড়ে তোলা প্রতিষ্ঠান। কথা প্রসঙ্গে তিনি বলেন- আজকের দিনে আমার ভালো লাগছে। আমি নিজে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি এবং আমার প্রতিষ্ঠানে কাজ করছে ২০ থেকে ২৫ জন কর্মী।

কিভাবে উদ্যোক্তা হলেন? প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন এবং চেষ্টা ছিল চাকুরিজীবনের শুরু থেকেই। এরপর যোগাযোগ করেন নর্থ আমেরিকার বিখ্যাত পোকামাকড় ব্যবস্থাপনার প্রতিষ্ঠান অর্কিন সিস্টেম ইনক এর সাথে। অর্কিনের প্রধান কার্যালয় আটলান্টাতে। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯০১ সালে। পৃথিবীর বৃহৎ পেস্ট কন্ট্রোল বা পোকামাকড় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অর্কিন। বিশ্বের ৭৫টি দেশে এদের শাখা আছে। আদিল এইচ চৌধুরীরর হাত ধরে বাংলাদেশে কাজ শুরু হয়েছে ৩ বছর হলো। এরই মধ্যে অর্কিন সদস্যভুক্ত হয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স এবং বিডার। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোকামাকড় ব্যবস্থাপনায় প্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্কিন বাংলাদেশ।  

অফিস বা প্রতিষ্ঠানে তেলাপোকা, ছাড়পোকা, ইঁদুরসহ যত বিরক্তিকর পোকামাকড়ের আক্রমণ হয়, সেসব পোকামাকড়ের আক্রমণ থেকে প্রতিষ্ঠানকে সুরক্ষা করাই অর্কিন বাংলাদেশ এর কাজ। মানুষের স্বাস্থ্য ও সুস্থ্যতার সাথে জড়িত পোকামাকড় ব্যবস্থাপনার বিষয়টি। আমাদের শরীরের অনেক অসুখের উৎস পোকামাকড়। ইঁদুরের কারণে কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির খবর কাগজে পড়ি। দেশের বিভিন্ন প্রখ্যাত রেঁস্তোরার খাবার থেকে শুরু করে হোটেল রিসোর্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের আসবাব নষ্ট হয় পোকামাকড়ের কারণে।

আদিল এইচ চৌধুরী বলেন- প্রতিষ্ঠানে পোকামাকড় ব্যবস্থাপনা যদি যথাযথভাবে থাকে, তাহলে প্রতিষ্ঠানের অযাচিত ক্ষতি হয় না। সেবার মান বাড়ে। ব্যয় কমে। গ্রাহকের সন্তুষ্টি অর্জন সম্ভব হয়। পোকামাকড় দমন করে উৎপাদন বাড়ানো ছাড়াও আছে মান নিয়ন্ত্রণের বিষয়।

ইচ্ছা থাকার পরেও অনেকে ব্যবসা শুরু করতে পারেন না, সংসারের পিছুটান বা ব্যবসার অনিশ্চয়তার কথা ভেবে। নিজের ব্যবসা শুরু ও পরিচালনার অভিজ্ঞতা থেকে নতুন উদ্যোক্তাদেও সম্পর্কে আদিল এইচ চৌধুরী বলেন- ‘চাকুরি ছেড়ে ব্যবসা শুরু করায় আমার কোনো পিছুটান ছিল না। ব্যাংকার হিসেবে সমাজে আমার একটি গ্রহণযোগ্য অবস্থান ছিল। আমার মনে হয়েছে এর চেয়েও বেশি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হবে ব্যবসায়। আমি ব্যবসা শুরু করে দেখেছি, আমরা ভালো করছি। দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানতগুলো আমাদের উপর আস্থা রাখছে। তারা আমাদের উৎসাহ দিচ্ছে।’
বর্তমানে তার প্রতিষ্ঠান কাজ করছে- হা-মীম গ্রুপ, ইউনাইট্ডে গ্রুপ, এনভয় গ্রুপ, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, পলমল গ্রুপ, বিজিএমইএ, ঢাকা ক্লাবসহ ঢাকার বিভিন্ন রেঁস্তোরা, হোটেল ও শিল্প প্রতিষ্ঠানের সাথে।

নতুন উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ- ‘ব্যববা শুরু করার জন্য প্রথমেই স্বপ্ন ও সাহস দরকার। তারপর আস্থা রাখতে হবে নিজের স্বপ্নের ্উপর। যে বিষয়ে ব্যবসা করতে চান, সে বিষয়ে জেনে বোঝে কাজ শুরু করতে হবে। ব্যবসা করতে গেলে হতাশা আসবে। হতাশাকে গুরুত্ব দেওয়া যাবে না। কাজের পেছনে লেগে থাকতে হবে। ধারাবাহিকভাবে প্রযুক্তি ও জ্ঞানের বিষয়ে নিজেদের অগ্রসর করতে হবে। ব্যবসায় সমস্যা ও সংকট আসবে। যখনই সমস্যা ও সংকট আসবে, তখনই সংকট সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

নিজের প্রতিষ্ঠানের সংকটের বিষয় প্রকাশ করে বলেন- ব্যবসার শুরুতেই আমরা একটি বৃহৎ প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ করে করোনার ধাক্কায় পড়েছিলাম। আমরা ধৈর্য্য, বুদ্ধিমত্তা এবং ব্যবসায়ীক কৌশলের কারণে টিকে আছি। কাজেই ব্যবসায় যে ধরণের বাঁধাই আসুক, সক্ষমতার সাথে তা মোকাবেলা করতে হবে।                                                            

সুজন / সুজন

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ

‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’

ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

বাজারে সবজির দাম নাগালের বাইরে, বৃষ্টি হলে আরও বাড়তে পারে দাম

৬০ থেকে ৮০ টাকার ঘরে সব সবজি

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার

‘৪০ বছরের ব্যবসা জীবনে এমন সংকট আর আসেনি’

সবজি-পেঁয়াজ-মুরগির দাম বাড়তি, কমেছে ডিম-মরিচের

শামীম ওসমানের সাড়ে ৬ কোটি টাকার সম্পদ ও ৪৫০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন

ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট