ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মুম্বাইয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন বিগ বি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১১:৫৫

সমগ্র ভারত যখন করোনার কবলে, আবার শুরু হওয়া লকডাউনে যখন দেশটির অনেকেই চাকরি হারাচ্ছেন; ঠিক এমন সময় প্রায় ৩১ কোটি টাকা দিয়ে ৫ হাজার ১৮৪ স্কয়ার ফুটের ডুপ্লেক্স কিনলেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের অন্ধেরিতে ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলা নিয়ে তৈরি হবে বলিউডের বিগ বির আবাসন।

জানা গেছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর ডিল ফাইনাল করেন অমিতাভ এবং ২০২১ সালের ১২ এপ্রিল হয় রেজিস্ট্রেশন। এটি টায়ার-২ বিল্ডার ক্রিস্টাল গ্রুপের অ্যাটলান্টিসের একটি প্রকল্প। প্রতি স্কয়ার ফুটের দাম প্রায় ৬০ হাজার টাকা। তার ওপর জুড়েছে ৬২ লাখ টাকার শুল্ক। রয়েছে ৬টি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই একই আবাসনে নাকি সানি লিওনও একটি সম্পত্তি কিনতে চলেছেন৷ তার সম্পত্তির দাম আনুমানিক ১৬ কোটি টাকা৷ পরিচালক আনন্দ এল রাইও নাকি ওই একই আবাসনে ২৫ কোটি টাকায় একটি ডুপ্লেক্স কিনেছেন৷

লকডাউনে কিছুদিন আগেও সমালোচিত হয়েছিলেন অমিতাভ৷ নেটিজেনরা অভিযোগ করেছিলেন তিনি কোভিড ত্রাণে যথেষ্ট ব্যয় করছেন না৷ এরপর নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি করোনায় অনাথ হয়েছে এমন দুই শিশুকে দত্তক নিয়েছেন৷ পাশাপাশি জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা গত কয়েক বছরে কোথায় কোথায় আর্থিক সাহায্য করেছেন। কিছুদিন আগেই করোনা মহামারীতে নিজের খরচ করা ১৫ কোটি টাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়া পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনতে চলেছেন তিনি। একই সাথে ২০টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছেন।

উল্লেখ্য, জুহুতে ‘জলসা’ বাংলোয় সপরিবারে থাকেন অমিতাভ৷ এছাড়াও তার ‘প্রতীক্ষা’, ‘জনক’ এবং অন্যান্য বিলাসবহুল বাসভবন আছে৷ অমিতাভের এখন অবধি শেষ ছবি ‘গুলাবো সিতারো’ মুক্তি পেয়েছিল ওয়েব দুনিয়ায়৷ এছাড়াও অমিতাভ অভিনীত ‘চেহরে’, ‘ঝুন্ড’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘মে ডে’, ‘গুডবাই’-সহ বেশকিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷

জামান / জামান

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি