ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মুম্বাইয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন বিগ বি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১১:৫৫

সমগ্র ভারত যখন করোনার কবলে, আবার শুরু হওয়া লকডাউনে যখন দেশটির অনেকেই চাকরি হারাচ্ছেন; ঠিক এমন সময় প্রায় ৩১ কোটি টাকা দিয়ে ৫ হাজার ১৮৪ স্কয়ার ফুটের ডুপ্লেক্স কিনলেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের অন্ধেরিতে ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলা নিয়ে তৈরি হবে বলিউডের বিগ বির আবাসন।

জানা গেছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর ডিল ফাইনাল করেন অমিতাভ এবং ২০২১ সালের ১২ এপ্রিল হয় রেজিস্ট্রেশন। এটি টায়ার-২ বিল্ডার ক্রিস্টাল গ্রুপের অ্যাটলান্টিসের একটি প্রকল্প। প্রতি স্কয়ার ফুটের দাম প্রায় ৬০ হাজার টাকা। তার ওপর জুড়েছে ৬২ লাখ টাকার শুল্ক। রয়েছে ৬টি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই একই আবাসনে নাকি সানি লিওনও একটি সম্পত্তি কিনতে চলেছেন৷ তার সম্পত্তির দাম আনুমানিক ১৬ কোটি টাকা৷ পরিচালক আনন্দ এল রাইও নাকি ওই একই আবাসনে ২৫ কোটি টাকায় একটি ডুপ্লেক্স কিনেছেন৷

লকডাউনে কিছুদিন আগেও সমালোচিত হয়েছিলেন অমিতাভ৷ নেটিজেনরা অভিযোগ করেছিলেন তিনি কোভিড ত্রাণে যথেষ্ট ব্যয় করছেন না৷ এরপর নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি করোনায় অনাথ হয়েছে এমন দুই শিশুকে দত্তক নিয়েছেন৷ পাশাপাশি জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা গত কয়েক বছরে কোথায় কোথায় আর্থিক সাহায্য করেছেন। কিছুদিন আগেই করোনা মহামারীতে নিজের খরচ করা ১৫ কোটি টাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়া পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনতে চলেছেন তিনি। একই সাথে ২০টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছেন।

উল্লেখ্য, জুহুতে ‘জলসা’ বাংলোয় সপরিবারে থাকেন অমিতাভ৷ এছাড়াও তার ‘প্রতীক্ষা’, ‘জনক’ এবং অন্যান্য বিলাসবহুল বাসভবন আছে৷ অমিতাভের এখন অবধি শেষ ছবি ‘গুলাবো সিতারো’ মুক্তি পেয়েছিল ওয়েব দুনিয়ায়৷ এছাড়াও অমিতাভ অভিনীত ‘চেহরে’, ‘ঝুন্ড’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘মে ডে’, ‘গুডবাই’-সহ বেশকিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷

জামান / জামান

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা

পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ জিতলেন সুমাইয়া আক্তার সুমি