স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হবে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ। ডিজিটাল ডিভাইসে দক্ষ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব। খেলাধুলা, অর্থনীতি, স্বাস্থ্য শিক্ষা সবকিছুতে আমরা প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাব। এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, আশা করি ধাপে ধাপে আমাদের খেলোয়াড়রাও একদিন- কিছুদিন আগে আমরা দেখলাম বিশ্বকাপ হয়ে গেল ফুটবলে। কিন্তু বাংলাদেশ জায়গা পায়নি। আমরা আশা করি আগামীতে ফুটবলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে যোগদান করবে সেভাবে এখন থেকে নিজেদের তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রী উপস্থিত খেলোয়াড়রা সেভাবে প্রস্তুতি নিবে কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন। খেলোয়াড়রা সেভাবে প্রস্তুতি নেবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন বলেন, তোমরাই হবে আমার সেই গোল্ডেন বয়, আমরাও বিশ্বকাপ কাপ জয় করব।
খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা হয়, মন ভালো থাকে, অন্যদিকেও আর মনোযোগ থাকবে না। খেলাধুলা যত বেশি চর্চা করা যাবে তত বেশি উৎকর্ষ সাধন হবে।
খেলোয়াড়দের আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমি বলব খুব আন্তরিকতার সঙ্গে খেলতে হবে। আমি তোমাদের খেলা দেখলাম খুবই ভালো লাগলো। কিন্তু আগামীতে আরও ভালোভাবে তোমরা খেলবে। আরও বেশি ছেলেমেয়ে খেলাধুলায় যোগ দেবে সেটাই আমি আশা করি।
এ বছর ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২২’- এই দুটি টুর্নামেন্টে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে থেকে এক লাখ দশ হাজার পাঁচশো বাহান্ন জন খেলোয়াড় অংশ নিয়েছে জানান সরকার প্রধান।
এত বিপুল সংখ্যক খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেওয়া বিষয়ে তিনি বলেন, অদ্ভুত একটা ঘটনা। বোধহয় পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এরকম ঘটনা নেই।
প্রধানমন্ত্রী জানান, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ৪০ জন বালক এবং ৪০ জন বালিকাকে বিকেএসপিতে তিন মাসের জন্য নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে।
তিনি বলেন, বিদেশে পাঠিয়েও ট্রেইনিংয়ের ব্যবস্থা আমরা নিচ্ছি, বিদেশে পাঠিয়েও আমরা ট্রেইনিং করাবো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২’ এ চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ এবং রানার্সআপ বরিশাল বিভাগ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২২’ এ চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ এবং রানার্সআপ হয় খুলনা বিভাগ।
প্রধানমন্ত্রী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সুজন / সুজন
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ
ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ
ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান