অমিতাভ-দীপিকা-প্রভাসের ছবির নতুন চমক!
বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। সঙ্গে নিজের নতুন প্রসাধনী সংস্থার প্রচারেও বেশ ব্যস্ত তিনি। সাফল্যের তুঙ্গে থেকেও কাজ থেকে একচুলও সরতে নারাজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খুব শিগগিরিই পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’-এর শুটিংয়ে ফিরতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তাবড় তারকারা। জানা গেছে, দু’ভাগে তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’। পরিচালক নাগ অশ্বিনের স্বপ্নের ছবি ‘প্রজেক্ট কে’। ঘোষণার পর থেকেই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অমিতাভ, দীপিকার পাশাপাশি ছবিতে দেখা যাবে ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী মেগাস্টার প্রভাসকে।
স্বভাবতই ছবি নিয়ে চর্চাও কম নয়। এবার খবর, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির পথেই হাঁটতে চলেছে ‘প্রজেক্ট কে’। ছবির নির্মাতাদের দাবি, চিত্রনাট্যের স্বার্থেই দুই ভাগে তৈরি হবে এই ছবি। প্রথম ভাগে প্রাধান্য পাবে ছবির চরিত্র ও তাদের মধ্যের দ্বন্দ্ব। দ্বিতীয় ভাগে গল্পের উপরই বেশি জোর দেবেন নির্মাতারা। ভারতীয় সিনেমার ইতিহাসে গত ৫০ বছরে এমন ছবি হয়নি, দাবি ছবির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিজ’-এর।
তবে দু’ভাগে তৈরি হলেও ছবির শুটিংয়ের সময়ের মধ্যে বিরতি রাখতে নারাজ নির্মাতারা। চিত্রনাট্যের প্রবাহমানতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত তাদের। খবর, ছবির সব কাজ শেষ হলে এক বছরের মধ্যেই কয়েক মাসের ব্যবধানে মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’।
এক্ষেত্রে তারকা পরিচালক মণি রত্নমের ‘পিএস-১’ ও ‘পিএস-২’-এর দেখানো পথে চলতে চান ‘প্রজেক্ট কে’-এর পরিচালক নাগ অশ্বিন। হিন্দি ও তেলুগু— দুই ভাষাতেই শুটিং চলছে ছবির। ছবিতে অন্যতম চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটনিকেও। আগামী বছর এপ্রিল নাগাদ মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’।
প্রীতি / প্রীতি
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!