প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
বলিউড অভিনেত্রী শ্রিয়া স্মরণ ‘দৃশ্যম’ সিনেমার পরিচিত মুখ, সম্প্রতি অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে ছদ্মবেশী প্রতারণার শিকার হয়েছেন। ওই ব্যক্তি নায়িকার পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কঠোর বার্তা প্রকাশ করেছেন।
শ্রিয়া স্মরণ তার ইনস্টাগ্রাম পেজে ওই প্রতারককে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘দয়া করে মানুষকে ভুল বার্তা পাঠানো এবং তাদের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। এটা সত্যিই অদ্ভুত। এটা আমি নই, এটি আমার নম্বরও নয়! আপনার নিজের জীবন নিয়ে ভাবুন, অন্যের ছদ্মবেশ ধারণ করে সময় নষ্ট করবেন কেন?’
বুধবার (১৯ নভেম্বর) শ্রিয়া ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট শেয়ার করে ওই প্রতারকের ফোন নম্বর প্রকাশ করেন। স্ক্রিনশটে দেখা যায়, ওই ব্যক্তি শ্রিয়ার ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে, যা আরো অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এদিকে অভিনেত্রী আতঙ্কিত হয়ে বলেন- ‘এমন কাজ করছেন যারা, তাদের কাছে আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। এসব মানুষের কাছে পৌঁছানো এক দিক দিয়ে ভালো হলেও, এটা অত্যন্ত জঘন্য।’
শ্রিয়া আরও জানান- ‘এই প্রতারক এমন ব্যক্তিদেরও টার্গেট করেছে, যাদের তিনি ভবিষ্যতে কাজ করতে চান। এটা আমি নই! এটি আপনার সময় নষ্ট করার মতো কিছু নয়।’
শ্রিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে সতর্কতা জারি করেছেন এবং ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘স্ক্যাম অ্যালার্ট… ভুয়া নম্বর! যদি কেউ আমার পরিচয়ে যোগাযোগ করে, তবে কোনো প্রকার কাজের প্রস্তাব বা পেমেন্ট থেকে বিরত থাকুন।’
এ বিষয়ে তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনেকে তাকে সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন।
একজন ভক্ত লিখেছেন, ‘এত চাপের মুখোমুখি হতে দেখে খুব খারাপ লাগছে। তবে আপনি অনেক ধৈর্যের সঙ্গে বিষয়টি সামলেছেন। আপনার প্রকৃত ভক্তরা আপনার পাশে আছে।’
Aminur / Aminur
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা