ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাজারে আগেই শেষ শীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:৩৬

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ছোট-বড় বাজারে দেখা যায় ক্রেতাদের আধিক্য। ছুটির দিন হওয়ায় বাজারে আসেন সরকারি থেকে বেসরকারি চাকরিজীবীরা। সে অনুযায়ী বাজারে বিক্রেতাদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু বাজারে উপস্থিত সবারই একই কথা ‘শীতকাল শেষের আগেই বাজারে শীত শেষ’। কারণ বাজারে শীতকালীন সবজির সমারোহ ঠিক থাকলেও প্রতিটি সবজির দামই বাড়তি যাচ্ছে।

মিরপুর ১০ নম্বরের একটি কাঁচাবাজারে বাজার করতে আসেন বেসরকারি চাকরিজীবি সজিবুর রহমান। সবজির বাজারে এসে তিনি দেখতে পান সবকিছুর দামই বাড়তি। কিছুদিন আগেও যে সবজিগুলোর দাম কিছুটা কম যাচ্ছিলো সেগুলোরও দাম বর্তমানে বাড়তি।

অনেকটা ক্ষোভ নিয়ে এ প্রতিবেদককে তিনি বলেন, বাজারে এলেই বিক্রেতাদের কমন একটা বুলি ‘বাড়তি দাম যাচ্ছে’।

শুধু সজিবুর নয় ছুটির দিনে কাঁচাবাজারে আসা অধিকাংশ ক্রেতারই অভিযোগ, শীত শেষ না হলেও বাজারে প্রতিটি সবজিই আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখে গেছে, আজ বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আর বড়গুলো ৪০ টাকায়, বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি  ৩০ টাকা আর গাঁজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

একইভাবে নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, মিস্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ব্রুকলি প্রতি পিস ৩০ টাকা, সিম প্রতি কেজি ৫০ টাকা যা কিছুদিন আগেও ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অন্যদিকে বেগুন প্রতি কেজি ৫০ টাকা, মূলা প্রতি কেজি ৩০ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায় আর শসা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে করোলা আরও বাড়তি দামে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে, বাজারে কাঁচা মরিচের কেজি চলছে ১২০ টাকা এবং ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মহাখালী কাঁচাবাজারে সাপ্তাহিক বাজার করতে আসা হামিদুর রহমান নামের এক ক্রেতা বলেন, শীত এখনও শেষ হয়নি, তবুও বাজারে সবজির দাম বাড়তি। কিছুদিন আগেও যে সবজিগুলো ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ছিলো, সেগুলোই আজ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এমন কোনো সবজি নেই যার দাম বাড়েনি।

এ বিষয়ে মিরপুর শেওড়াপাড়ার সবজি বিক্রেতা আক্কাস আলী বলেন, মোকামেই বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। যার প্রভাব খুচরা বাজারে পড়েছে। আসলে শীত কমে আসার সঙ্গে শীতের সবজিও কমে আসছে, পাশাপাশি উৎপাদন ও পরিবহন খরচও বাড়তির দিকে। এসব কারণে বেড়েছে সবজির দাম। অন্যান্য বছরে এই সময় সবজির দাম কমই থাকতো তবে এ বছর উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম বাড়তি যাচ্ছে।

এমএসএম / এমএসএম

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির