ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

শুধু তথ্যপ্রযুক্তি নয়, গোয়েন্দা জালকেও সচল রাখতে হবে- আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ১১:৩০

সকালের সময় প্রতিবেদক: সুফল থাকলেও তদন্তে পুলিশের ইউনিটগুলোর বেশি তথ্যপ্রযুক্তির দিকে ঝুঁকে যাওয়ার সমালোচনা করলেন পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘একটা মামলা পেলেই সঙ্গে সঙ্গে মোবাইল কোথায় আছে, তথ্যপ্রযুক্তির মধ্যে সে আছে কি না তা নিয়ে ঝাঁপিয়ে পড়ি।’ এ সময় পুলিশ কর্মকর্তাদের গোয়েন্দা জাল, ম্যানুয়াল সোর্সও সচল রাখতে বলেছেন তিনি। 

সিআইডি সদর দপ্তরে মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন প্রশিক্ষণ কোর্স সমাপনীর সনদ বিতরণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মামুন তার বক্তব্যে বলেন, ‘একটা মামলা পেলেই সঙ্গে সঙ্গে মোবাইল কোথায় আছে, তথ্যপ্রযুক্তির মধ্যে সে আছে কি না, ডিজিটাল ডিভাইস আছে কি না, শুধু এই সব জিনিসগুলো নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। সঙ্গে সঙ্গে আমাদের যে গোয়েন্দা জাল, ম্যানুয়াল সোর্স, ইন্টেলিজেন্স এটাও অ্যাকটিভ (সচল) রাখতে হবে। এখন দেখা যায়, একজন মোবাইল নিয়ে অপরাধ করে সেটা ফেলে দেয়, নম্বরও ফেলে দেয়। আরেকটা মোবাইল কেনে, নতুন অপরাধে জড়ায়। সে অবস্থায় আমরা এসেছি। আমরা যেভাবে অপরাধ মোকাবিলা পরিকল্পনা করি, অপরাধীদেরও নিজস্ব পরিকল্পনা আছে। আমাদের কাজই নতুন পদ্ধতির মাধ্যমে তাদের পরাভূত করা।’ 

সাইবার অপরাধ ও প্রযুক্তির মাধ্যমে সফলতা আসার বিষয়ে আইজিপি বলেন, ‘তথ্য প্রযুক্তি দিয়ে ক্লুলেস মামলাগুলোর তদন্তে সফলতা আসছে। আগে ৯০ ভাগ মামলা ডিটেক্ট করতে পারিনি। এখন ৯৫ ভাগ মামলা তদন্তে সফল হচ্ছি। ৫ ভাগ বিভিন্ন সমস্যার কারণে হয় না। রহস্য উদ্ঘাটনের হার বেড়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত অভিযোগ আসছে। সামাজিক অপরাধ বেড়েছে, অর্থনৈতিক অপরাধও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ চুরির ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা হয়ত সজাগ ছিলাম না। কোনো ঘাটতি ছিল। সে জন্যই আমাদের এত বড় ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংকে। সেসব বিষয় মাথায় রেখে আমরা দক্ষ জনবল তৈরি করছি। অর্থপাচার এখন আমাদের কাছে বড় অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। সিআইডিসহ পুলিশের সব ইউনিটকেই আরও উন্নত করে আমরা গড়ে তুলছি। যাতে আমাদের যে অগ্রগতি তা বিনষ্ট না হয়। টেকসই উন্নয়নের জন্য, টেকসই নিরাপত্তা দরকার। সে লক্ষ্যেই আমরা পুলিশকে তৈরি করতে চাচ্ছি।’ 

সিআইডি প্রধান মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, স্পেশাল ব্রাঞ্চে (এসবি) প্রধান মনিরুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে মেধাতালিকার ভিত্তিতে ২১ জন এবং চারজন প্রশিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সিআইডির কর্মকর্তাদের উপস্থাপিত গবেষণা সমূহের সারসংক্ষেপ সংবলিত স্মার্ট অনুসন্ধানের ‘রিসার্চ অ্যাবস্ট্রাক্টের’ মোড়ক উন্মোচন করা হয়।

এমএসএম / এমএসএম

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে গাড়িতে আগুন

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণের ঘোষণা আজ

ঢাকায় ফের ভূমিকম্প

স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা

একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি সরকারের

ঢাকার পাশেই ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল বাইপাইল