শেয়ারবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়েও টাকার পরিমাণে লেনদেন কমেছে। পাশাপাশি অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭.১৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬.১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫.৯৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১০.০২ পয়েন্ট কমে ২ হাজার ২২৫.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩২১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১১ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৬৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৪৭০ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৮ কোটি ৪৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স সূচক ৩৪.৫১ পয়েন্ট কমে ১১ হাজার ৭৭.১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.৯২ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭৮.৩৬ পয়েন্টে, সিএসআই সূচক ৫.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫.৮৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩২.৭৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৩২.৬৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত আছে ৪২টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির
