রাজকে পর্নছবির মডেল জুটিয়ে দিতেন অভিনেত্রী গহনা
পর্নছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা প্রধান সহযোগী হিসেবে ওঠে এসেছে এক অভিনেত্রীর নাম।গহনা বশিষ্ঠ নামের এই অভিনেত্রী স্টার প্লাসের 'বেহনে' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।
বিজ্ঞাপনের কাজের কথা বলে তিনি উঠতি মডেলদের মুম্বাইয়ের উপকণ্ঠে মাড আইল্যান্ডে রাজের ভাড়া নেওয়া একটি বাংলোয় নিয়ে যেতেন। এরপর কখনো মোটা অংকের টাকার প্রলোভনে, কখনোবা জোর করে তাদের পর্ন ছবিতে কাজ করতে বাধ্য করতেন রাজ কুন্দ্রা।
তদন্তে নেমে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জানতে পেরেছে,‘হটশট’ নামে একটি অ্যাপের মাধ্যমে এই ভিডিও প্রকাশ করতেন রাজ। প্রথম দিকে অ্যাপ থেকে প্রতিদিন দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতেন। লকডাউনে সেই আয় বেড়ে হয়েছিল ছয় থেকে আট লক্ষ টাকা। পর্ল ছবিতে কাজ করা মডেলদের দেওয়া হতো ১০ থেকে ২০ হাজার। আর মডেল সরবরাহ করে গহনা বশিষ্ঠ নিতেন মাথাপিছু ৫০ হাজার টাকা।
টাকার প্রলোভন আর ব্ল্যাকমেইল করে উঠতি মডেল ও অভিনেত্রীদের পর্নছবি কাজ করতে বাধ্য করা অভিযোগ গহনা বশিষ্ঠকে এর আগে গ্রেপ্তারও করেছিলো পুলিশ। কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এই অভিনেত্রী ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। একাধিক টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন তিনি। ‘বেহনে’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১২ সালে মিস এশিয়া বিকিনি প্রতিযোগিতায় সেরা হওয়ার পর মুম্বাইয়ের পরিচিতি বাড়ে গহনার। এরপর কয়েকটি হিন্দি ছবিতেও দেখা যায় তাকে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনে হিন্দি ছবি সেভাবে সফল হয়নি। তবে অশ্লীল ওয়েব সিরিজের গহনা পরিচিত মুখ। মডেলদের নগ্ন ভিডিও প্রকাশের দায়ে গ্রেপ্তার হয়ে বেশ কদিন কারগারে ছিলেন তিনি। পরে আদালতের নির্দেশে মুক্তি পান গহনা।
পর্নছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রার অন্যতম সহযোগী হিসেবে আবারও আলোচনায় ওঠে এসেছে গহনা বশিষ্ঠ। শিল্পা শেঠির স্বামীর সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। যে কোনো সময় গহনাকে জিজ্ঞাসাবাদের আটক করা হতে পারে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
প্রীতি / প্রীতি
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ
কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
সংগীতশিল্পী ইমন খানের বাজিমাত
সিরিয়ালে অভিনয় করতে আসিনি : শুভশ্রী
দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি