করের হার বাড়ানো হলে ফাঁকির প্রবণতাও বাড়ে

করের হার বাড়ালে ফাঁকির প্রবণতাও বাড়ে। তাই করের হার না বাড়িয়ে তৃণমূল পর্যন্ত করের আওতা বাড়ানো যেতে পারে। এ ছাড়া বন্ধুসুলভ আচরণের মাধ্যমে ভ্যাট-ট্যাক্স আদায় করতে হবে। ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করে সরকারের রাজস্ব বাড়াতে সহযোগিতা করেন। অথচ ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হয়। অনেক সময় অহেতুক অভিযান চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়। এটি স্থিতিশীল ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক নয়।
গতকাল মঙ্গলবার রংপুরের ভ্যাট ও কর প্রদান সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন বিষয়ে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আরসিসিআই অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের মধ্য থেকে বক্তব্য দেন রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী, রংপুর চেম্বারের পরিচালক আবু হেনা মো. রেজওয়ানুল করিম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, রংপুর পরিবেশক সমিতির সভাপতি শেখ মিন্নুর রহমান প্রমুখ।
রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন, সৎ ব্যবসায়ীরা ভ্যাট দিচ্ছেন। আর অসৎ ব্যবসায়ীরা ফাঁকি দিচ্ছেন। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসায় ঝুঁকির মুখে পড়ছেন। তাই ভ্যাট ফাঁকির প্রবণতা রোধ ও তৃণমূল পর্যায় পর্যন্ত এর আওতা সম্প্রসারণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন বলেন, গত এক দশকে অর্থনীতির আকার যে হারে বেড়েছে, সে হারে রাজস্ব আদায় বাড়ছে না। তাই ভীতিমুক্ত পরিবেশে স্বেচ্ছায় আয়কর প্রদান করে দেশকে সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
রংপুরের চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, যাঁরা নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিচ্ছেন, তাঁদের হয়রানি না করে তৃণমূল পর্যায় পর্যন্ত করের নতুন নতুন ক্ষেত্র শনাক্ত করে তাদের করের আওতায় আনতে হবে। ভ্যাটের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেক সময় অহেতুক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাগজপত্র জব্দ, হয়রানি ও নোটিশের মাধ্যমে আতঙ্ক তৈরি করেন। এটি বন্ধ করার দাবি জানান তিনি।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির
