ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাম চরণের চরিত্র নিয়ে যা বললেন জেমস ক্যামেরন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ১০:২৪

এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। রাম চরণ-জুনিয়র এনটিআর অভিনীত এ সিনেমা ৯৫তম অস্কারে মনোনয়ন পেয়েছিল। অস্কার পুরস্কার না পেলেও সিনেমাটির ‘নাটু নাটু’ গানটি জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার।

‘ট্রিপল আর’ সিনেমায় আল্লুরি সীতারামা রাজু চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। কয়েক দিন আগে স্পিক ইজির সঙ্গে আলাপকালে এ চরিত্র নিয়ে কথা বলেছেন ‘টাইটানিক’খ্যাত পরিচালক জেমস ক্যামেরন। এসময় হলিউডের প্রখ্যাত এই নির্মাতা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন।

অস্কার বিজয়ী জেমস ক্যামেরন বলেন, ‘‘ট্রিপল আর’ সিনেমার তিন ভাগের দুই ভাগ দেখার পরও রাম চরণের চরিত্রটি বোঝা চ্যালেঞ্জিং। আপনি যখন বুঝতে পারবেন তার মাথায় কী ঘুরছে, তখন আপনার হৃদয় ভেঙে যাবে। আমি মনে করি এটি একটি সফলতা। সম্প্রতি সিনেমাটির পরিচালক রাজামৌলিকে এ বিষয়টি আমি বলেছিলাম। কিন্তু তার সঙ্গে কথা বলার মতো পর্যাপ্ত সময় পাইনি। সেখানে অনেক মানুষের ভিড় ছিল। তার সঙ্গে আরো কথা বলতে পারলে ভালো লাগতো।’’

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া। গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১২০০ কোটি রুপির বেশি। 

প্রীতি / প্রীতি