ঈদে মুক্তি পাচ্ছে ডিপজলের “বাংলার হারকিউলিস”
আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত “বাংলার হারকিউলিস”সিনেমা।সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর এবং প্রযোজনা করা হয়েছে ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র থেকে। মনোয়ার হোসেন ডিপজল যিনি অগণিত বাংলা সিনেমায় অভিনয় করেছেন।সাড়া বাংলাদেশের প্রতিটি প্রান্তে তার অগণিত ভক্ত বৃন্দ রয়েছে।তিনি শুধু অভিনেতাই নন একই সাথে প্রযোজক এবং পরিচালক।চলচিত্রে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দর্শক ভালবাসা অর্জন করেছেন।চলচিত্রের বেহাল অবস্থা দূর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।তাই ডজন খানেক সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় একটার পর একটা সিনেমা প্রযোজনা করছেন। সম্প্রতি তার ‘বাংলার হারকিউলিস’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় এবং আসন্ন রোজার ঈদের দিন তা মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। এই সিনেমায় ডিপজল ছাড়াও অভিনয় করেছেন নাদিম, মৌ খান,মাহমুদুল ইসলাম মিঠু সহ আরো অনেকে।ডিপজলের সাভারের বাড়িসহ বেশকিছু স্থানে ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং করা হয়েছে । ডিপজল বলেন,“বাংলার হারকিউলিস”একটি পারিবারিক এবং সামাজিক সিনেমা।এই সিনেমার পুরো গল্প একটি ছোট মেয়েকে কেন্দ্র করে যেখানে একটি পুলিশ থ্রিলার অনুভূতি দর্শক হলে গিয়ে উপভোগ করতে পারবে।তিনি আরো বলেন,সিনেমাকে ভালোবেসেই সিনেমার সাথে আছি এবং থাকবো। আমার দিক থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এই দুর্দিনে যা যা করা প্রয়োজন তা করে যাবো।দর্শকদের উদ্দ্যেশে তিনি বলেন ,আপনারা হলে এসে বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার সাথেই থাকুন তাহলেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকবে।
এমএসএম / এমএসএম
সুখবর দিলেন সোনম কাপুর
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা