ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অভিনেতা রোমেল ইসতিয়াক যখন  মানবতার ফেরিওয়ালা 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১২:২৪

বর্তমান সময়ের সামাজিক গল্পের এক অনন্য অভিনেতা রোমেল ইসতিয়াক। আমরা দেখেছি তার অসংখ্য নাটকের সফলতা। শুধু গল্পে নয় এবার বাস্তবেই তার প্রমান দিলেন, তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর জন্য করলেন অর্থ সংগ্রহ । এখন থেকে প্রতি নিয়তো মানবিক সেবাই নিজেকে নিয়জিত রাখবে বলে শুরু করলেন Romel Istiake Foundation (RiF) নামে একটি ফাউন্ডেশন। এই নামে তিনি ফেইজবুক পেইজ গঠন করেছেন। বর্তমানে অভিনয় নিয়েই তার সময় পার হচ্ছে। আসছে ঈদ ও পূজায় তার অভিনিত বেশ কিছু একক নাটক। ইতোমধ্যে বেশকিছু নাটকের শুটিং শেষ করেছেন। এর মধ্যে  একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "আলেয়া" শিরোনামে এই প্রথম নিজেকে খলনায়ক হিসাবে উপস্থাপন করেছেন। তিনি বলেন গল্পটি আমাদের সমাজের একটি সাদামাঠা গল্প হলেও সবাই এই গল্পে আমাকে অন্য ভাবে দেখতে পাবেন। রোমেল ইসতিয়াক অভিনয়ের পাশাপাশি নাটক,বিজ্ঞাপন,গান,কবিতা,সিনেমার রচয়িতা হিসাবে কাজ করছেন ছোট বেলা থেকেই। রোমেল ইসতিয়াক এর ইচ্ছা আগামী বই মেলায় তার লেখা ছড়া কবিতা, শিশুদের একক অভিনয়, কিশোর ছোট গল্পের বই, প্রকাশিত করার। তিনি সবার উদ্দেশ্য করে বলেন, ভালো কাজ করে আমি সমালোচিত হতে চাই। কাজ না করে আলোচিত হয়ে লাভ কি।

 

এমএসএম / এমএসএম