ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না দ্য রককে
ডোয়েইন ডগলাস জনসন ভক্তদের কাছে সবথেকে বেশি পরিচিত 'দ্য রক' নামে। রেসলিং থেকে সিনেমা, পুরো দুনিয়ায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এবার রক ভক্তদের জন্য দুঃসংবাদ। দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা ফাস্ট এন্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না জনপ্রিয় এ তারকাকে।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নামক জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিতে ২০১১ সাল থেকে ফাস্ট ফাইভ দিয়ে যাত্রা শুরু করেন রক। সিনেমাটিতে দুর্দান্ত সাফল্যর পর ফিউরিয়াস সিক্স এবং ফিউরিয়াস সেভেন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমাটির সবশেষ কিস্তিতে রকের না থাকা নিয়ে মন্তব্য করেন সিনেমাটিতে তার সহ-অভিনেতা ভিন ডিজেল। তিনি বলেন সিনেমাটির নবম কিস্তিতে রকের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। সে সিনেমাটিতে থাকছে না।
ভিনের এই মন্তব্য নিয়ে রক গণমাধ্যমের সামনে বলেন, এমন মন্তব্য শুনার পর আমার শুধু হাসি এসেছে। আমি শুধু হেসেই গিয়েছি। আমি এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিচ্ছি। তবে আমি তাদের সামনে দশম এবং এগারতম কিস্তির জন্য শুভকামনা জানাই। যদিও সেগুলো আমাকে ছাড়াই হবে।
প্রসঙ্গত, মাসখানেক আগে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন' যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একযোগে মুক্তি পায়। সিনেমাটি অসাধারণ সাফল্য করোনার সময়ে চলমান সিনেমাগুলোর মাঝে সর্বোচ্চ বক্স অফিস কালেকশন তুলতে সমর্থ হন।
জামান / জামান
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান