শিল্পা ঘুমিয়ে পড়লে শ্যালিকাকে নিয়ে পার্টি করতেন রাজ!
পর্নোগ্রাফিকাণ্ডে বলিউডের সাড়াজাগানো অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে মুম্বাই পুলিশ। তবে স্বামীর পর্নোবাণিজ্যে এখনও শিল্পার সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এদিকে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার একাধিক পুরনো সাক্ষাৎকার।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানের একটি ভিডিও নতুন করে সামনে এসেছে। সেখানে রাজের বিলাসবহুল জীবনযাপন এবং তার রোজগার সম্পর্কে জানতে চান কপিল। সেখানে রাজের সঙ্গে ছিলেন তার স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শমিতা শেঠি। সেই একই সাক্ষাৎকারের অন্য একটি অংশ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। ওই সাক্ষাৎকারে রাজকে বলতে দেখা যাচ্ছে, ঘরোয়া প্রকৃতির শিল্পাকে বিয়ে করে তিনি খুবই লাভবান হয়েছেন। রাজ বলছেন, শিল্পা ৭টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ৯টার মধ্যে বই পড়ে ঘুমোতে চলে যান। আমার যখন পার্টি করতে ইচ্ছা করে তখন আমি শমিতাকে ফোন করে পার্টি করতে চলে যাই।
তবে রাজের এই উত্তর শুনে হেসে ফেলেছিলেন তার পাশে বসে থাকা স্ত্রী ও শ্যালিকা। এরপরই রাজ বলে ওঠেন, এই জন্যই আপাতত শমিতাকে বিয়ের জন্য খুব একটা জোর করছি না। কিন্তু নিজের শ্যালিকার সম্পর্কে এমন মন্তব্যে নেটদুনিয়ায় নিন্দার ঝড় বইছে।
সম্প্রতি অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছিলেন, রাজ তার নতুন অ্যাপে শ্যালিকা শমিতাকে দিয়ে অভিনয় করানোর কথা ভেবেছিলেন। এ বিষয়ে যদিও শিল্পা বা শমিতা কোনো মন্তব্য করেননি।
পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করতেন রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার ধনকুবের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ২৭ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রাকে নির্দোষ দাবি করেছেন বলিউড তারকা শিল্পা শেঠি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জামান / জামান
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা