শিল্পা ঘুমিয়ে পড়লে শ্যালিকাকে নিয়ে পার্টি করতেন রাজ!
                                    পর্নোগ্রাফিকাণ্ডে বলিউডের সাড়াজাগানো অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে মুম্বাই পুলিশ। তবে স্বামীর পর্নোবাণিজ্যে এখনও শিল্পার সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এদিকে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার একাধিক পুরনো সাক্ষাৎকার।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানের একটি ভিডিও নতুন করে সামনে এসেছে। সেখানে রাজের বিলাসবহুল জীবনযাপন এবং তার রোজগার সম্পর্কে জানতে চান কপিল। সেখানে রাজের সঙ্গে ছিলেন তার স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শমিতা শেঠি। সেই একই সাক্ষাৎকারের অন্য একটি অংশ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। ওই সাক্ষাৎকারে রাজকে বলতে দেখা যাচ্ছে, ঘরোয়া প্রকৃতির শিল্পাকে বিয়ে করে তিনি খুবই লাভবান হয়েছেন। রাজ বলছেন, শিল্পা ৭টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ৯টার মধ্যে বই পড়ে ঘুমোতে চলে যান। আমার যখন পার্টি করতে ইচ্ছা করে তখন আমি শমিতাকে ফোন করে পার্টি করতে চলে যাই।
তবে রাজের এই উত্তর শুনে হেসে ফেলেছিলেন তার পাশে বসে থাকা স্ত্রী ও শ্যালিকা। এরপরই রাজ বলে ওঠেন, এই জন্যই আপাতত শমিতাকে বিয়ের জন্য খুব একটা জোর করছি না। কিন্তু নিজের শ্যালিকার সম্পর্কে এমন মন্তব্যে নেটদুনিয়ায় নিন্দার ঝড় বইছে।
সম্প্রতি অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছিলেন, রাজ তার নতুন অ্যাপে শ্যালিকা শমিতাকে দিয়ে অভিনয় করানোর কথা ভেবেছিলেন। এ বিষয়ে যদিও শিল্পা বা শমিতা কোনো মন্তব্য করেননি।
পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করতেন রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার ধনকুবের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ২৭ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রাকে নির্দোষ দাবি করেছেন বলিউড তারকা শিল্পা শেঠি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জামান / জামান
                ‘রাজনীতি একেবারেই বুঝি না’
                ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
                বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
                কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
                শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
                ৫২তে পা রাখলেন মৌসুমী,
                তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ
                কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
                সংগীতশিল্পী ইমন খানের বাজিমাত
                সিরিয়ালে অভিনয় করতে আসিনি : শুভশ্রী
                দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
                ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা