ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী জয়ন্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৩:৩০

ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী জয়ন্তী আর নেই। সোমবার (২৬ জুলাই) সকালে ভারতের বেঙ্গালুরুর নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধকক্যজনিত স‌মস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এই অভিনেত্রী।

জয়ন্তীর ছেলে কৃষ্ণ কুমার জানান, মা অসুস্থতা থেকে সের উঠছিলেন। কিন্তু আজ সকালে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। তবে কন্নড় ভাষার অভিনেত্রী হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। তার মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

জামান / জামান