সম্পর্ক মজবুত করতে গুরুত্ব দিন চার বিষয়ে
                                    সঙ্গী ছাড়া একাকি জীবন কাটানো কষ্টকর। তাইতো মানুষ সম্পর্কে জড়ায়। প্রেম কিংবা বিয়ে সব সম্পর্কেই এমন কিছু বিষয় থাকে যেগুলো গুরুত্ব দিয়ে সামলাতে হয়। নইলে ঘটে বিপত্তি! আজকাল প্রেম কিংবা বিয়েতে বিচ্ছেদের ঘটনা নতুন নয়। তাইতো বিচ্ছেদ এড়াতে সম্পর্কের প্রতি হতে হবে যত্নবান।
সম্পর্কে যুগলদের বেশ কিছু বিষয়ে নজর রাখা উচিত। যে বিষয়গুলো সম্পর্ককে মজবুত করে তুলতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক এমন কিছু বিষয় সম্পর্কে-
পাশে থাকা
যে কোনো সমস্যায় একে অন্যের পাশে থাকার চেষ্টা করুন। কোনো ভুল বুঝাবুঝি হলে কাউকে দোষারোপ করবেন না। এমনটা হলেও কখনো বিপরীত মানুষকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। এতে নিজেদেরই ক্ষতি। প্রেমিক-প্রেমিকা হলে আর্থিক সমস্যায় থাকলে বিপরীত মানুষকে সাধ্যমত সহায়তা করুন। অর্থ ছাড়া অন্য কোনো সহায়তা লাগলে সেখানেও সাধ্যমত সহায়তার চেষ্টা করুন।
বিশ্বাস
সম্পর্কে বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বন্ধুত্বের প্রধান শর্তই হচ্ছে বিশ্বাস। প্রেমিক-প্রেমিকা হওয়ার আগে দুজন দুজনার ভালো বন্ধু হতে হয়। একে অপরকে তবেই বুঝতে পারা যায়। মন খুলে কথা বলতে পারবেন। যদি বিশ্বাস থাকে তবেই নিজের সকল ভালো-মন্দ কিংবা পারিবারিক বিষয়েও কথা বলতে পারবেন। তাই বিশ্বাস থাকা গুরুত্বপূর্ণ।
একসঙ্গে সময় কাটানো
দুজন একসঙ্গে সময় কাটান। তা না হলে সম্পর্ক গভীর হবে না। সম্পর্ক যত পুরনোই হোক না কেন, একসঙ্গে সময় কাটানো না হলে তা কখনোই টিকে না। জীবনে ব্যস্ততা থাকবেই। সেখান থেকেই সময় বের করে একসঙ্গে সময় কাটাতে হবে। একে অপরকে প্রাধান্য দিতে হবে। তবেই সম্পর্ক মজবুত হবে।
সততা
প্রতিটি মানুষই নিজেকে বড় করে উপস্থাপন করতে চান। নিজেকে ভালো মানুষ দেখাতে গিয়ে অসংখ্য মিথ্যা বলে থাকেন। এসব মিথ্যা কখনো সম্পর্ককে মজবুত করতে পারে না। নিজের যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। নিজেরটুকু দিয়েই নিজেকে উপস্থাপন করুন। সত্য বলুন। মিথ্যা দিয়ে সম্পর্ক গড়া গেলেও তা কখনোই পূর্ণতা পায় না।
আলম / আলম
                শীতে এসি যত্নে রাখার কৌশল জানেন তো?
                সুজির পুডিং তৈরির সহজ রেসিপি জেনে নিন
                ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে যে ফলগুলো খাবেন
                ঘুমের আগে আদা চা খাবেন যে কারণে
                জীবনে সুখী হওয়ার জন্য যে ৪ কাজ করতে হবে
                অতিরিক্ত হাসিই হতে পারে মৃত্যুর কারণ!
                শীতের আগেই হাত খসখসে হয়ে যাচ্ছে?
                পেট ভালো রাখতে আপনাকে যা করতে হবে
                ডিমের বিস্কুট পিঠা তৈরির রেসিপি জেনে নিন
                মাছের ভর্তা তৈরির রেসিপি জেনে নিন
                লিভার ভালো রাখতে যে তিনটি ফল খাবেন
                শুরু হচ্ছে রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন–২