ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নির্মাতা অমিতের ‘চলচ্চিত্রে’ নায়িকা- অর্পা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ১:২
পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং হবে চলচ্চিত্রের, খুব শিগগিরই চলচ্চিত্রের শুটিং শুরু হবে, তরুণ নির্মাতা অমিতের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে থিয়েটার এর জনপ্রিয় অভিনেত্রী অর্পার। থিয়েটার এর খ্যাত অভিনেত্রী অর্পাকে চলচ্চিত্রের প্রধান চরিত্রে দেখা যাবে ।
 
বিগ বাজেটের চলচ্চিত্রে সমস্ত কিছু পরিচালনা করা হচ্ছে নির্মাতার চাহিদা অনুসারে। ইতিমধ্যে চলচ্চিত্র নিয়ে অর্পার সঙ্গে চুক্তি ও করেছেন বলে জানান নির্মাতা ।
প্রস্তুতি কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং নির্মাতারা এ বছরই এটির শুটিংয়ের পরিকল্পনা করেছেন। এই সিনেমা ছাড়াও আরো বেশকিছু সিনেমার কথা চলছে বলে জানান অর্পা, সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অর্পা । এছাড়াও শুধুমাত্র সিনেমা নয় নাটকে ও কাজ করবেন বলে সম্মতি প্রকাশ করেছেন তিনি সম্প্রতি।

এমএসএম / এমএসএম