ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

টলিউডে নারী পর্নো ব্যবসায়ীর সন্ধান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ৮:৪০

ভারতের মুম্বাইয়ে পর্নোকাণ্ডের পর এ ধরনের ঘটনায় উঠে আসছে কলকাতার তারকাদের নাম। জানা যাচ্ছে, কলকাতায় রমরমা ব্যবসা চলছে পর্নোগ্রাফির। সেই ব্যবসার ‘নন্দিনী’র নাম নন্দিতা দত্ত।

কলকাতা মহানগরীর নিউটাউন থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রাইড হোটেলে এসব কাণ্ড ঘটছিল। এ অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে মডেল ও নায়িকা নন্দিতা দত্ত, তার সঙ্গী মৈনাক ঘোষ এবং হোটেল কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে হাজির করা হয়। এরপর তাদের পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। 

নন্দিতার বাড়ি দমদমে। মৈনাকের বাড়ি নাকতলা। পুলিশ আরও জানায়, শুধু নন্দিতা ও মৈনাক নন, পর্নোকাণ্ডে জড়িত আরও অনেকে। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে একে একে উঠে আসবে জড়িত বাকিদের নাম। এ চক্রের সঙ্গে অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার যোগাযোগ রয়েছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল ও 'ইচ্ছুক' ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শ্যুটিং হতো। 'নিওফ্লিক্স' এবং 'রেডওয়াইপ টু'-তে দেখানো হত এসব পর্ন। মূলত বিদেশ থেকে ক্লিপগুলো আপলোড করা হতো।

এ ঘটনার কয়েকদিন আগেই অর্ধনগ্ন ছবি তুলে ইন্টারনেটমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জয়শ্রী মিশ্র ও প্রতাপ ঘোষকে। বিধাননগর সাইবার অপরাধ দমন শাখা তাদের গ্রেপ্তার করে।

বিধাননগর থানা পুলিশ জানায়, সেন্ট্রাল পার্কে এক তরুণীর অর্ধনগ্ন ছবি তুলেছিলেন প্রতাপ। তরুণীর রূপসজ্জার দায়িত্বে ছিলেন জয়শ্রী। শুধু তারাই নন কলকাতার বহু উঠতি মডেল ও অভিনেত্রী অর্থের জন্য এই ধরনের কাজ স্বেচ্ছায় করে থাকেন বলে জানা গেছে।

মঙ্গলবার পর্নোকাণ্ডে মুম্বাই আদালত শিল্পার স্বামী রাজকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মুম্বাই হাইকোর্টে রাজের আইনজীবী অন্তর্বর্তী জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দিয়েছেন আদালত।

এরই মধ্যে মুম্বইয়ের অপরাধ দমন শাখা আদালতকে জানিয়েছে, রাজ ও তার সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ 'হটশটস'-এর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০২০ সালের অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্নো ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লাখ টাকা আয় হয়েছে রাজের।

অভিযোগ রয়েছে, রাজের এই কাণ্ডে দেশের একাধিক উঠতি মডেলকে ব্যবহার করা হয়েছে। নন্দিতাও তাদের মধ্যে রয়েছেন কি-না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

জামান / জামান

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা