ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিয়ে করছেন ইউটিউবার সৌভিক আহমেদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১১:৪৪

সৌভিক আহমেদ। বর্তমানে বাংলাদেশে যে কজন তরুণ ব্যক্তিত্ব আছেন তাদের মধ্যে অন্যতম তিনি। এবার বিয়ে করতে চলেছেন এই ইউটিউবার। রোববার (৩০ মে) সৌভিক নিজেই বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। সঙ্গে পাত্রীর একটি ছবিও শেয়ার করেন।

সৌভিক লেখেন, ‘ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। শিয়ানা সাবার সঙ্গে পরিচিত হয়ে নিন। তার সঙ্গে জীবনের মতো বাঁধা পড়তে চলেছি। যারা ইতোমধ্যে বিষয়টি শুনেছেন, তারা ঠিক শুনেছেন।’ তবে বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই ইউটিউবার। জানা গেছে, সৌভিকের স্ত্রী শিয়ানা সাবা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রসঙ্গত, ইউটিউবের মাধ্যমে উঠে আসা সৌভিক নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে তরুণ দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। নাটকে সৌভিককে খুব বেশি একটা দেখা যায় না। তবে গানটাকে তিনি উপভোগ করেন বলে জানান। নিজের ইউটিউব চ্যানেলে প্রায়ই হাজির হন গান নিয়ে। অনেক নাটকের জন্যও গান করেছেন তিনি।

সবকিছু ছাপিয়ে নিজেকে ইউটিউবার হিসেবেই ব্যস্ত রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সৌভিক।

উল্লেখ্য, অভিনেতা ও আরেক ইউটিউবার সৌমিক আহমেদ তার ভাই।

এমএসএম / জামান

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা