ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

করোনায় পুলিশের ভূমিকা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২১ রাত ৯:৩৮

করোনা মহামারীর শুরু থেকেই জনসাধারণের কল্যাণে কাজ করে চলেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। স্বাস্থ্যবিধি মানানো, সচেতনতা সৃষ্টি ও জনগণের জানমাল রক্ষাসহ নানা কাজ একেবারে ফ্রন্টলাইনে থেকে করে চলেছেন তারা। সেসব বিষয়কে উপজীব্য করে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন বোরহান খান। নাম ‘পাশে আছি’।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এর মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দায়িত্বশীল পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন রাজধানীর শেরেবাংলানগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ। আরো আছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বোরহান খান বলেন, সম্প্রতি আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়েছে। সম্পাদনাও শেষের দিকে। আশা করি বাংলাদেশ পুলিশের নানা কাজ নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি জনগণকে সচেতন করবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু, সেটা আবারো মানুষ উপলব্ধি করবে।

এতে কাজ করা প্রসঙ্গে শেরেবাংলানগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, চলচ্চিত্রটিতে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। জনগণকে সুরক্ষিত রাখতে পুলিশ বাহিনী সদাতৎপর। একটু এদিক-সেদিক হলে দিন শেষে সমস্ত দায়ভার আমাদেরই নিতে হয়। তবুও চাই দেশের জনগণ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, ভালো থাকুক। জনগণের জন্যই কাজটি করেছি।

নির্মাতা বোরহান খান জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের উদ্যোগে শিগগিরই বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ‘পাশে আছি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার করা হবে।

জামান / জামান

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের

শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’