করোনায় পুলিশের ভূমিকা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ
                                    করোনা মহামারীর শুরু থেকেই জনসাধারণের কল্যাণে কাজ করে চলেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। স্বাস্থ্যবিধি মানানো, সচেতনতা সৃষ্টি ও জনগণের জানমাল রক্ষাসহ নানা কাজ একেবারে ফ্রন্টলাইনে থেকে করে চলেছেন তারা। সেসব বিষয়কে উপজীব্য করে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন বোরহান খান। নাম ‘পাশে আছি’।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এর মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দায়িত্বশীল পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন রাজধানীর শেরেবাংলানগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ। আরো আছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বোরহান খান বলেন, সম্প্রতি আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়েছে। সম্পাদনাও শেষের দিকে। আশা করি বাংলাদেশ পুলিশের নানা কাজ নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি জনগণকে সচেতন করবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু, সেটা আবারো মানুষ উপলব্ধি করবে।
এতে কাজ করা প্রসঙ্গে শেরেবাংলানগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, চলচ্চিত্রটিতে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। জনগণকে সুরক্ষিত রাখতে পুলিশ বাহিনী সদাতৎপর। একটু এদিক-সেদিক হলে দিন শেষে সমস্ত দায়ভার আমাদেরই নিতে হয়। তবুও চাই দেশের জনগণ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, ভালো থাকুক। জনগণের জন্যই কাজটি করেছি।
নির্মাতা বোরহান খান জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের উদ্যোগে শিগগিরই বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ‘পাশে আছি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার করা হবে।
জামান / জামান
                অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
                ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
                রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
                ‘রাজনীতি একেবারেই বুঝি না’
                ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
                বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
                কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
                শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
                ৫২তে পা রাখলেন মৌসুমী,
                তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ
                কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
                সংগীতশিল্পী ইমন খানের বাজিমাত