বিগ বস-১৫ : প্রথম প্রতিযোগী নেহা মর্দা?

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুম শেষ হয়েছে কয়েক মাস হলো। এরই মধ্যে আগামী ১৫তম মৌসুম নিয়ে জল্পনা তুঙ্গে। কে হতে চলেছেন আসন্ন মৌসুমের প্রতিযোগী, কোন কোন সেলিব্রেটি থাকছেন; তা নিয়ে কথকতার অন্ত নেই। তবে হ্যাঁ, এরই মধ্যে প্রস্তাবনাপর্ব শুরু হয়ে গেছে। ইন্ডিয়া টুডের বরাতে বলিউড বাবলের খবর, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নেহা মর্দাকে এরই মধ্যে প্রস্তাব দেয়া হয়েছে।
ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে নেহা মর্দা নিশ্চিত করেছেন, তাকে বিগ বসের ১৫তম মৌসুমের প্রতিযোগী হতে প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবের কথা স্বীকার করলেও সে প্রস্তাব গ্রহণ করেছেন কি-না, তা স্পষ্ট করেননি নেহা। কিন্তু তিনি বলেছেন, বিগ বসের আসন্ন মৌসুম নিয়ে তার প্রবল আগ্রহ রয়েছে। এ অভিনেত্রী বলেছেন, লকডাউন তার সমস্ত চিন্তা-ভাবনা পাল্টে দিয়েছে এবং তিনি মনে করেন, বিগ বসের ঘরে তার টিকে থাকার সক্ষমতা রয়েছে। এর আগেও অবশ্য বিগ বস থেকে প্রস্তাব পেয়েছিলেন নেহা মর্দা, কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে বলে মত তার।
ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বালিকা বধূ’-তে গেহনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন নেহা মর্দা। এরপর ‘ডলি আরমানো কি’ সিরিজে ঊর্মি সিং রাঠোরের ভূমিকায় অভিনয় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে এ টেলিসুন্দরীর অসংখ্য ফ্যান-ফলোয়ার। বিগ বসের প্রতিযোগী হলে নিশ্চয়ই ভক্তরা বেজায় খুশি হবেন।
জামান / জামান

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন
