ধর্ষণের অভিযোগে দীপিকার সহ-অভিনেতা আটক
                                    ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে ক্রিস উ নামের একজন অভিনেতাকে যিনি চাইনিজ বংশোদ্ভূত কানাডার নাগরিক। তিনি দীপিকার সঙ্গে হলিউডের 'xXx : Return of Xander Cage' ছবিতে অভিনয় করেছিলেন। খবর : হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, কানাডার নাগরিক ক্রিস। বেশ কিছুদিন ধরেই তিনি চীনে বসবাস করছিলেন। সিনেমায় অভিনয়ের আগে একটি পপ ব্যান্ডের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে মুক্তি পাওয়া হলিউড অ্যাকশন থ্রিলার 'xXx : Return of Xander Cage' এর মাধ্যমেই তার এবং দীপিকার হলিউডে অভিষেক হয়।
জানা গেছে, ক্রিসের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ করেছেন। জুলাই মাসে এক নারী অভিযোগ করেন, তিনি যখন ১৭ বছরের ছিলেন, তখন তাকে ধর্ষণ করা হয়। অনলাইনে নাকি নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন ক্রিস। তারপর তাদের সঙ্গে সাক্ষাৎ শুরু করতেন। সুযোগ বুঝে ধর্ষণ করতেন।
এ ঘটনার পরই শনিবার রাতে ক্রিসকে আটক করে চীনের পুলিশ। তবে তার পক্ষ থেকে অফিশিয়ালি এ বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়া হয়নি। তবে ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় চীনের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ক্রিসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
পোরসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ক্রিস। ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরই সে চুক্তি বাতিল করা হয়েছে।
জামান / জামান
                অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
                ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
                রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
                ‘রাজনীতি একেবারেই বুঝি না’
                ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
                বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
                কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
                শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
                ৫২তে পা রাখলেন মৌসুমী,
                তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ
                কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
                সংগীতশিল্পী ইমন খানের বাজিমাত