অবশেষে মুক্তি পাচ্ছে অক্ষয়ের বেল বটম
অক্ষয় কুমার ও বাণী কাপুর অভিনীত সিনেমা বেল বটম নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। গত বছরের জুনেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে আটকে যায় মুক্তি। অবশেষে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১৯ আগস্ট টু-ডির পাশাপাশি থ্রি-ডিতেও মুক্তি পাবে পিরিয়ডিক এ সিনেমা।
আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোমান্স। অক্ষয়-বাণী ছাড়াও এই ছবিতে দেখা মিলবে লারা দত্তা, হুমা কুরেশিদের।
টুইট বার্তায় ‘বেল বটম’ মুক্তির ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমার। তিনি জানান, ‘পুরে ফিল কে সাথ থ্রিল এক্সপিয়েন্স করনা…১৯ আগস্ট’। অর্থাৎ এই রোমাঞ্চে ভরপুর থ্রিলারটা মনের অনুভূতি দিয়ে উপভোগ করার ইঙ্গিত দিলেন অক্ষয়।
অক্ষয় আগেই জানিয়েছিলেন এই ছবি কোনো ফিল্মের রিমেক নয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে খিলাড়ি কুমারের একাধিক ছবি। গত বছর মার্চ থেকে ঝুলে রয়েছে ‘সূর্যবংশী’র মুক্তি। এরপর দিওয়ালিতে ওটিটি প্ল্যাটফর্মে ‘লক্ষ্মী' মুক্তি পেলে তা মুখ থুবড়ে পড়ে। তবে বেল বটম নিয়ে এবার আশাবাদী এ অভিনেতা।
পূজা এন্টারটেইনমেন্ট ও এমিনি এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এ সিনেমা। বেল বটম প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, মণীষা আদবানি, নিখিল আদবানি।
জামান / জামান
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা