পরীমনি ও রাজের বিরুদ্ধে একাধিক মামলা করবে র্যাব

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমনি ও তার বন্ধু অভিনেতা, প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাবের গোয়েন্দারা জানান, বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রাজকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে বনানীতে একজন এসআই খুন হয়েছিলেন, সেই মামলার আসামি রাজ। এবং রাজের বাসায় মাদক পাওয়া গেছে। একই ভবনে তার অফিস থেকে বিকৃত যৌনাচার সম্পর্কিত বিভিন্ন সিডি পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের জন্য তার অফিসে বিশেষ বিছানাও ছিল।
র্যাবের গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, অর্থপাচারের সঙ্গেও জড়িত তিনি। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মিশু হাসান ও জিসানের সঙ্গেও নানা অপরাধের সঙ্গে জড়িত এই রাজ। উচ্চবিত্তদের অনেককে ব্ল্যাকমেইল করে রাজ অনেক অর্থ হাতিয়ে নিয়েছে।
এর আগে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে পরীমনির বাসায় অভিযান শুরু করে র্যাব। ৪ ঘণ্টার অভিযানে দেশি-বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ উদ্ধার করা হয়।
পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি।
প্রীতি / প্রীতি

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের

শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু
