ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

পরীর আটক যাত্রায় অসহায় চেয়ে ছিলেন নানা শামসুল হক গাজী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১:২৪

চিত্রনায়িকা পরীমনিকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিনেত্রীর বনানীর বাসায়ই ছিলেন তার নানা শামসুল হক গাজী। আটক হওয়ার আগে পরীমনি যখন ফেসবুকে লাইভ করছিলেন, তখন বার বার এক নারীকে খালা সম্মোধন করে তিনি বলছিলেন, ‘খালা তুমি এখান থেকে যাচ্ছো না কেন, যাও। আর নানুকে এ বিষয়ে কিছুই বইলো না।’

জানা যায়, পরীমনির নানা শামসুল হক গাজী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি নাতনির সঙ্গেই থাকেন বনানীর ফ্ল্যাটে। পরীমনিকে আটক করে যখন বনানীর বাসা থেকে র্যা বের গাড়ি বহর বের হচ্ছিল, ঠিক তখন বাসার উপরে তাকিয়ে দেখা যায়, কেউ একজন জানালা খুলে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছেন।

একটু ভালো ভাবে খেয়াল করে তাকাতেই বোঝা গেল, তিনি আর কেউ নন, অভিনেত্রী পরীমনির নানা শামসুল হক গাজী। তিনি পাঁচতলা থেকে অসহায় ভাবে নিচে তাকিয়ে দেখছিলেন পরীমনিকে আটক করে নিয়ে যাওয়ার দৃশ্য। হয়তো এ দৃশ্য দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তবুও তাকে দেখতে হয়েছে।

মাত্র তিন বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে উঠেছিলেন আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। নানার তত্ত্বাবধানে থেকেই তিনি এসএসসি ও এইচএসসি পাস করেছিলেন। মা-বাবার স্নেহ পরী নানার কাছেই পেয়েছেন। কিন্তু নাতনির খারাপ সময়ে পাশে থাকতে পারলেন না তিনি। শুধু জানালা দিয়ে অসহায় চোখে তাকিয়ে দেখলেন।

বুধবার বিকালে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যা ব। এরপর বিপুল মাদকসহ তাকে আটক করা হয়। নেওয়া হয় র্যা ব সদরদপ্তরে। এই নায়িকার বিরুদ্ধে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগ উঠেছে। একই অভিযোগে বুধবার সন্ধ্যার পর আটক করা হয় প্রযোজক নজরুল ইসলাম রাজকে। তার বাসা থেকেও মাদক উদ্ধার করে র্যা ব।

প্রীতি / প্রীতি

এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান