সফল দুই আয়োজন শেষে এবার তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের তারিখ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং সামাজিক বিজ্ঞান (Humanities and Social Sciences) নিয়ে তৃতীয় আন্তজার্তিক কনফারেন্স-২০২৪ (3rd International Conference-2024) আয়োজনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারিতে এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক কমিটিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষক। নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত জাককানইবি/রেজি: দিউস/৯১/০৭/পাট-০৩/ অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. জিল্লুর রহমান পল (সহযোগী অধ্যাপক, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ)। সদস্য হিসেবে রয়েছেন রায়হানা আক্তার (বিভাগীয় প্রধান, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ), আজিজুর রহমান (বিভাগীয় প্রধান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নগরবাসী বর্মন পার্থ (বিভাগীয় প্রধান, চারুকলা বিভাগ), ড. মো. কামাল উদ্দীন (বিভাগীয় প্রধান, টি.পি. এস. বিভাগ), ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ (বিভাগীয় প্রধান, ফোকলোর বিভাগ), অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার (সঙ্গীত বিভাগ), ড. কল্পনা হেনা রুমি (সহযোগী অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ), মো. শাহনেওয়াজ খান (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), জান্নাতুল নাঈম (সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ), ড. মো. নুরুজ্জামান খান (সহকারী অধ্যাপক, পপুলেশন সায়েন্স বিভাগ) ও মো. মাসুদুর রহমান (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ)। এ ছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন তানিয়া আফরিন তন্বী (সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ)।
আহ্বায়ক ড. জিল্লুর রহমান পল বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পৃক্তকরণে উপাচার্য মহোদয়ের এ উদ্ভাবনী কর্ম-উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আয়োজনে আমাকে ও আমার টিমকে দায়িত্ব প্রদানের জন্য স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উপাচার্যের দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান নিয়ে ৩য় আন্তর্জাতিক কনফারেন্স-২০২৪ সফলভাবে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর বলেন, উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারের দিকনির্দেশনায় ইতোমধ্যেই ২টি আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কনফারেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে মানবিক ও সামজিক বিজ্ঞান নিয়ে ৩য় আন্তর্জাতিক কনফারেন্স-২০২৪ আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটি গঠিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন মটোকে সামনে রেখে এগিয়ে চলা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, প্রতি বছর আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এবার চার মাস এগিয়ে এনেছি। আমরা চিন্তা করেছি প্রতিবছর একটি আন্তর্জাতিক কনফারেন্স হবে এবং সেটি ফেব্রুয়ারি মাসেই হবে। গত দু'বারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এতে অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ ও ৬ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, কনফারেন্স কক্ষ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি.।
এমএসএম / এমএসএম

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

কর্মক্ষেত্রের দাবিতে ইবি লোক প্রশাসন বিভাগের মানববন্ধন
Link Copied