ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক বাজারে রোকন এগ্রো ফামের্র পণ্য সকলের সহযোগিতা চান রফিকুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৩ বিকাল ৫:৫২

মো. রফিকুল ইসলাম। দেশের দক্ষিণাঞ্চলে যিনি কমলা রফিক নামে অধিক পরিচিত। নিজ চেষ্টা ও যোগ্যতায় দেশের মাটিতে কমলা মাল্টাসহ বিভিন্ন ফল এবং সবজি উৎপাদন ও বিক্রি করে নিজের ভাগ্য বদল করেছেন। ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে । এখন স্বপ্ন দেখাচ্ছেন দেশের লাখো বেকার শিক্ষিত ছেলে মেয়েদের ভাগ্য বদলে অগ্রসরমান দেশের কৃষি শিল্পে নিজেদের জড়িয়ে নিতে। সম্প্রতি দেশীয়  শাকসবজি সহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানী করছেন তিনি। এ কাজে ইতোমধ্যে সফলতাও আসতে শুরু করেছে। কিন্তু এ সফলতাকে ম্লান করার জন্য এলাকার কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার সহ হয়রাণিমূলক কাজে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে তিনি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধ, সাংবাদিক সহ ষকলের সহযোগিতা কামনা করেন।
রফিকুল ইসলাম বলেন, দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানীর মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা দেশে আনার জন্য কাজ করছে তার কোম্পানী। ইতোমধ্যে দুবাইয়ের বাজারে দেশের উৎপাদিত সবজি রপ্তানী করতে শুরু করেছে তারা। তিনি আরো জানান, বিশ^ বাস্তবতায় আমাদের অনেক সুযোগ থাকার পরও শুধু ব্রান্ডিংএ পিছিয়ে থাকার কারণে অনেক বাণিজ্যিক সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। জাতীয় স্বার্থে এসব সুযোগ কাজে লাগাতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার কোন বিকল্প নেই। তিনি জানান, আমাদের দেশে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এর দুটি কারণ-একটি হচ্ছে প্রাকৃতিক, অন্যটি আমাদের জনশক্তি ছড়িয়ে রয়েছে সারা বিশে^। এই ছড়িয়ে থাকা মানুষগুলো তাদের কর্মস্থলের আশপাশে দেশেী কোন পণ্য খুঁজে ফেরে। সে কারণে ঐ সব মার্কেটে এ দেশের পণ্যের একটি চাহিদার কথা সে দেশের কোম্পানীগুলো জানতে পারে। তারা তখন স্বউদ্যোগে এদেশের বাজারে যোগাযোগ করে পণ্য নেয়ার আগ্রহ দেখায়। এখন একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি বিদেশী ব্যবসায়ীদের এ আগ্রহের সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি আমাদের পণ্যগুলোকে সে সব মার্কেটে ব্যান্ডিং করতে শুরু করি তাহলে দেশের জন্য যেমন সুনাম সৃষ্টি হবে, একই সাথে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। 
তিনি জানান, জাস্ট নেচারাল কর্পোরেনের মাধ্যমে দুবাই ভিত্তিক পি এ এ এফ ফুড স্টাফ ট্রেডিং এলএলসি কোম্পানীর সাথে সম্প্রতি এক বছরের জন্য একটি সবজি রপ্তানী চুক্তি করতে পেরেছেন তারা। যার তিনটি কনসাইনমেন্ট ইতোমধ্যে দুবাই পৌঁছেছে। তাছাড়া কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ রিভিন্ন দেশে রগÍানীর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দুবাই এ সবজি রপ্তানীর  আগে সে দেশের ব্যবসায়ী এদেশে নিজে এসেছেন, এদেশে সবজি উৎপাদন খামার পরিদর্শন করেছেন, তারা খুশি হয়েছেন। এর পর তারা তাদের অর্ডার পাঠিয়েছেন। আমাদের খামার, উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং পদ্ধতি এবং পরিবহণ ব্যবস্থা সব কিছু  পরিদর্শন করেছে বিদেশী বায়ার। অনেক প্রক্রিয়া শেষে  সুদুর ঝিনাইদহ থেকে সরাসরি সবজি যেতে শুরু করেছে দুবাই এর বাজারে। এটা  আনন্দের কথা।  এখন  দুবাই এর বাজারে আমাদের সবজির চাহিদা দিনে দিনে আরো বাড়বে। এতে ঝিনাইদহের আশ পাশের খামার গুলোতে উৎপাদনের প্রক্রিয়া ও আগ্রহ বাড়বে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। কারণ একই  ব্যবস্থাপনায় অনেক  পণ্য পাঠানো যাবে ।  যা এদেশের  জন্য যেমন সম্মানের; সেই সাথে অর্থনীতিতেও আসবে নতুন গতি।

এমএসএম / এমএসএম

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি নেই

প্রথম ১০ দিনে ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

চাপে ভারতের অর্থনীতি, বাণিজ্য ঘাটতির রেকর্ড