সকালের নাস্তায় যে ৩ খাবার খেলে দ্রুত ওজন কমে
ওজন কমানোর জন্য অনেকেই সকালের নাস্তা খান না। পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন, ওজন কমাতে গেলে ব্রেকফাস্ট বাদ দেওয়া নয়, ব্রেকফাস্টে এমন কিছু খাবার খাওয়া দরকার যা ওজন দ্রুত কমিয়ে দিতে সাহায্য করবে।
দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার ব্রেকফাস্টেই খাওয়া দরকার। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দিনের শুরুর খাবার যদি স্বাস্থ্যকর হয়, তাহলে সারাদিনে শরীরে ভরপুর এনার্জি থাকে। কাজে সঠিকভাবে মন দেওয়া যায়।
সারাদিনের খাবারের মধ্যে ব্রেকফাস্ট কখনওই বাদ দেওয়া উচিত নয়। ব্রেকফাস্ট বাদ দেওয়া মানে শরীরে পর্যান্ত পরিমাণে উপকারী উপাদানের ঘাটতি হওয়া। এর ফলে হজমের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। টানা যদি আপনি ব্রেকফাস্ট বাদ দেন, তাহলে আপনার বদহজমের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, আমাদের মস্তিষ্ককে সচল রাখার জন্য যে সমস্ত উপাদানের প্রয়োজন হয়, তারও ঘাটতি দেখা দেয়। মাথা যন্ত্রণার সমস্যাও দেখা দিতে পারে। তাই তাঁদের মতে, ব্রেকফাস্ট বাদ দেওয়া সবসময়ই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
১. ব্রেকফাস্টে অনেকেরই পাউরুটির সঙ্গে মাখন খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ব্রেকফাস্টে সাধারণ মাখন নয়, বাদামের মাখন বা পিনাট বাটার খেতে পারেন। এটা একদিকে যেমন স্বাস্থ্যকর। তেমন অন্যদিকে ওজন কমানোর উপকারী উপাদানও বটে। পাশাপাশি বিভিন্ন ক্রনিক ডিজিজও রুখতে পারে পিনাট বাটার।
২. একটা ডিমে ৬ গ্রাম প্রোটিন এবং ৭০ গ্রাম ক্যালোরি থাকে। এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। তাই বিশেষজ্ঞরা ব্রেকফাস্টে অবশ্যই ডিম রাখার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, ডিম যেমন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে, তেমন ওজন কমাতেও সাহায্য করবে।
৩. কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এছাড়াও ফাইবার এবং অনেক উপকারী উপাদানে ভরপুর কলা। ব্রেকফাস্টে অন্যান্য ফলের সঙ্গে কলা অবশ্যই রাখা দরকার। কলা দিয়ে স্মুদি বানিয়েও খেতে পারেন। ওজন কমার পাশাপাশি আপনার মুডও ভাল রাখবে এবং এনার্জিও বাড়াবে।
প্রীতি / প্রীতি
শীতে এসি যত্নে রাখার কৌশল জানেন তো?
সুজির পুডিং তৈরির সহজ রেসিপি জেনে নিন
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে যে ফলগুলো খাবেন
ঘুমের আগে আদা চা খাবেন যে কারণে
জীবনে সুখী হওয়ার জন্য যে ৪ কাজ করতে হবে
অতিরিক্ত হাসিই হতে পারে মৃত্যুর কারণ!
শীতের আগেই হাত খসখসে হয়ে যাচ্ছে?
পেট ভালো রাখতে আপনাকে যা করতে হবে
ডিমের বিস্কুট পিঠা তৈরির রেসিপি জেনে নিন
মাছের ভর্তা তৈরির রেসিপি জেনে নিন
লিভার ভালো রাখতে যে তিনটি ফল খাবেন
শুরু হচ্ছে রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন–২