ফের একসঙ্গে লাঞ্চ ডেটে যশ-নুসরাত
হবু মা নুসরাত জাহানকে রবিবার আবারও লাঞ্চ ডেটে নিয়ে গেলেন তার বর্তমান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত। গত সপ্তাহেও তারা লাঞ্চ ডেটে গিয়েছিলেন। সে সময় একসঙ্গে দেখা দিলেও এদিন অনুরাগীদের সঙ্গে লুকোচুরি খেললেন দুই তারকা।
যশ এবং নুসরাত একই দিনে প্রায় একই সময়ে একই রকম ক্যাপশন লিখে নেটমাধ্যমে বুঝিয়ে দিলেন যে তারা একসঙ্গে লাঞ্চ করতে গিয়েছিলেন। নীল ও সাদা রঙের লম্বা ঝুলের পোশাক পরে রেস্তোরাঁর সোফায় বসে ছবি তুললেন নুসরাত। মুখে হাসি লেগে রয়েছে তার, চোখে প্রশান্তির ছাপ।
অন্যদিকে সাদা ও সবুজ রঙের শার্টে ধরা দিয়েছেন যশ দাশগুপ্ত। তার মুখেও হাসি। চোখ ঢাকা কালো চশমায়। তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনো এক রেস্তোরাঁর ছাদে। পাশে টেবিল চেয়ার সাজানো।
দুজনের ক্যাপশনেই লেখা ‘সানডেয়িং’। অর্থাৎ রবিবারের আমেজ নিচ্ছেন তারা। যদিও নুসরাত তার ছবির নিচে আরও কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করে নেটিজেনদের বুঝিয়ে দিয়েছেন, দুপুরের খাবার খেতে গেছেন এবং ভালো ভালো খাবার খেয়ে তার মন তৃপ্ত। সেই ছবির নিচে নুসরাতের প্রশংসা করে মিমির মন্তব্য, ‘প্রিটি’। অর্থাৎ, মিষ্টি।
এর আগে গত বুধবার একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন যশ ও নুসরাত। তার ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় দেখা গিয়েছিল দুজনকে। হাতে হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন তারা।
সেদিন পার্ক স্ট্রিটের কোনো এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন যশ-নুসরাত। ভিডিওতে দেখা যায়, যশ ও নুসরত রেস্তোরাঁয় বসে রয়েছেন। তারপর দেখা যায়, যশ আগে আগে হেঁটে যাচ্ছেন, পরে রাস্তার অবস্থা বুঝে অন্তঃসত্ত্বা নুসরাতের হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,